হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
এক টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র! ঘাটাল মাস্টার প্লান কার্যত বিশ বাঁও জলে! জানুন

Ghatal Master Plan Updates: এক টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র! ঘাটাল মাস্টার প্লান কার্যত বিশ বাঁও জলে! জানুন

X
ঘাটালের [object Object]

Ghatal Master Plan Updates: ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ হবে তো? ফের উঠছে প্রশ্ন! বন্ধ হোক রাজনৈতিক দড়ি টানাটানি!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পশ্চিম মেদিনীপুর : ফের প্রশ্নের মুখে ঘাটাল মাস্টার প্লান, আশার কথা শোনাতে পারল না কেন্দ্র সরকার। তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের উত্তরে কেন্দ্রের জলশক্তি প্রতিমন্ত্রীর জবাবে আশাহত ঘাটালবাসী।ঘাটাল মাস্টার প্লানে কোনও অর্থ বরাদ্দ হয়নি এমনটাই জানিয়েছেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী। আর এনিয়ে ফের প্রশ্নের মুখে ঘাটাল মাস্টার প্লানের ভবিষ্যৎ ও তার রূপায়ণ। গতকাল ঘাটাল মাস্টার প্লান নিয়ে তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকারের জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রীর জবাবে আশাহত ঘাটালবাসী। আর তাকে হাতিয়ার করে ফের একবার রাজনৈতিক তরজা টানাপড়েন শুরু ঘাটালে।

মাস্টার প্লানে কোনও অর্থ বরাদ্দ না হওয়ার কথা প্রকাশ্য আসতেই বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস, অপরদিকে এই ইস্যুতে তৃণমূল বিজেপিকে এক আসনে বসিয়ে তীব্র কটাক্ষ সিপিএমের। যদিও ঘটনায় পাল্টা সাফাই দিতে দেখা গেল বিজেপিকেও। সামনেই পঞ্চায়েত ভোট আর তারপরই ২৪ শের লোকসভা ভোট তার আগে ঘাটাল মাস্টার প্লানকে হাতিয়ার করে একে অপরকে বিঁধতে চলেছে শাসক বিরোধী সকলেই। রাজনৈতিক দড়ি টানাটানি বন্ধ করে, ঘাটাল মাস্টার প্লানের ভবিষ্যৎ কি তার আসল তথ্য সামনে এনে তা রূপায়ণে নিজ নিজ ভূমিকা পালন করুক কেন্দ্র রাজ্য এমনটাই দাবি ঘাটালবাসীর।

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের কথা বিগত ২০ বছরের বেশি সময় ধরে শুনে আসছেন ঘাটালের মানুষেরা। কিন্তু সেই ঘাটাল মাস্টার প্যানের কাজ কবে সম্পন্ন হবে তা নিয়ে বারে বারে উঠে আসছে প্রশ্ন। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে রাজ্য সরকার কেন্দ্রের অর্থ বঞ্চনার কথা তুলে ধরেই পঞ্চায়েত নির্বাচনে প্রচার চালাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Partha Mukherjee 

Published by:Piya Banerjee
First published:

Tags: Ghatal, Midnapore news