পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ২ জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড। খড়গপুর টাউন থানার কাছে রেলের লাইনের পাশে শুকনো ঘাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। তবে যে কোন সময় বিপদ বাড়ার আশঙ্কায় ছিলেন এলাকাবাসীরা।
রেল সূত্রে খবর, রেললাইন থেকে অদূরে কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুকনো ঘাসে ঝোপ ঝাড়ে আগুন লাগিয়ে দেয়। দমকল ও রেল পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা গিয়েছে। তবে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো বলে অনুমান দমকল কর্মীদের।
আরও পড়ুন: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর! অটো ধরতেই নেমে এল বিপদ, এলাকায় শোক
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের হরিহরপুর এলাকায় মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভয়াবহ আগুনে পুড়ে ছাই দোকানে বেশ কয়েক লক্ষ টাকার সামগ্রী। দোকানের মালিক জানিয়েছেন, রাত্রি ১২টা থেকে ১টা নাগাদ বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন লাগে। আসবাবপত্র ও নগদ টাকা মিলিয়ে প্রায় 5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে দমকলে খবর দেয়া হলে দমকলের ১টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Midnapur