খড়গপুর: যাত্রী সুবিধার জন্য খড়্গপুর স্টেশনের এক এবং দুই নম্বর প্লাটফর্মের মাঝে খুললো ফুড প্লাজা। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন খড়গপুর ডিভিশনের রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার এম এস হাসমি। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন খড়্গপুর। খড়্গপুরকে কেন্দ্র করে বিভিন্ন দূর পাল্লার ট্রেনের যোগাযোগ। প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে খড়্গপুরের উপর ভরসা করেন বহু মানুষ।
অপেক্ষারত যাত্রীদের এবং সকলের সুবিধার জন্য খড়গপুর প্ল্যাটফর্মে অত্যাধুনিক ফুড প্লাজা উদ্বোধন হল শনিবার। আইআরসিটিসি-এর তত্ত্বাবধানে এই ফুড প্লাজায় স্বল্পমূল্যে মিলবে আমিষ ও নিরামিষ দুই খাবার। মিলবে চা কফি থেকে সকাল দুপুর ও রাত্রের খাবার। ২৪ ঘন্টায় পরিষেবা মিলবে এই ফুড প্লাজা থেকে।
আরও পড়ুন: রসুন চাষ করে হয়ে উঠুন লাখপতি! জেনে নিন পদ্ধতি
আরও পড়ুন: সামান্য ঘাস বিক্রি করেই লাখপতি হচ্ছেন চাষীরা, কীভাবে চলছে ব্যবসা? জানুন
ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। উপস্থিত ছিলেন সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার-সহ আইআরসিটিসির আধিকারিকরাও।
সুস্বাদু এবং টাটকা খাবার পাওয়া যাবে এই ফুড প্লাজাতে। থাকছে বসে খাওয়ারও ব্যবস্থা। দূরপাল্লার যাত্রী, অপেক্ষারত যাত্রীদের কথা ভেবে অন্যতম ব্যস্ততম স্টেশনে এই ফুট প্লাজা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি লক্ষাধিক মানুষের যাতায়াত করেন খড়্গপুরের উপর দিয়ে। ভাত থেকে বিরিয়ানি, স্নাক্স থেকে রুটি তরকারি সবকিছুই পাওয়া যাবে এই ফুড প্লাজাতে। আর বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার নয়, যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই উদ্যোগ রেল দফতরের।
প্রসঙ্গত, অমৃত ভারত স্কিমের আওতায় খড়গপুর সাব ডিভিশনের অধীন বিভিন্ন স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ রেল দফতরের। তার আগেই যাত্রী সুবিধার জন্য ফুড প্লাজার উদ্বোধন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সুবিধা হবে বহু মানুষের।
Ranjan Chanda
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kharagpur