হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
স্ত্রী বাড়ি না থাকলে মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার, খাওয়া বন্ধ, কথা বন্ধ নাবালিকার

West Midnapore News: স্ত্রী বাড়ি না থাকলে মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার, খাওয়া বন্ধ, কথা বন্ধ নাবালিকার

অভিযুক্ত বাবাকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

অভিযুক্ত বাবাকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

West Midnapore News: সোমবার ওই নাবালিকার মা জানান, মেয়ে বেশ কয়েকদিন ধরেই বাড়ির কারও সঙ্গে কথা বলছিল না, খাওয়া দাওয়া কার্যত বন্ধ করে দিয়েছিল, হঠাৎ একদিন স্কুলে যাওয়ার সময় থানায় যাওয়ার কথা বলে।

  • Share this:

পিংলা: মায়ের অনুপস্থিতির সুযোগে নিজের নাবালিকা মেয়েকে দীর্ঘদিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। যা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ১০ নম্বর জলচক অঞ্চলের তিলদাগঞ্জ এলাকায়। মেয়ের অভিযোগের ভিত্তিতে গত শনিবার বাবাকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ।

পাশাপাশি মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয়। ধৃতের নাম কার্তিক মিশ্র। শনিবার মেদিনীপুর আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই পিংলা থানার পুলিশ ধৃত বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন: ভয়ানক দুর্ঘটনা! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি বাড়ি

সোমবার ওই নাবালিকার মা জানান, মেয়ে বেশ কয়েকদিন ধরেই বাড়ির কারও সঙ্গে কথা বলছিল না, খাওয়া দাওয়া কার্যত বন্ধ করে দিয়েছিল, হঠাৎ একদিন স্কুলে যাওয়ার সময় থানায় যাওয়ার কথা বলে। তারপর ঘটনার কথা জানায়। তারপরেই বাবার বিরুদ্ধে পিংলা থানায় লিখিত অভিযোগ জানায় মেয়ে।

আরও পড়ুন: 'নুন আনতে পান্তা ফুরায়', বাঁশি সুর হারিয়ে যাচ্ছে অভাবের অন্ধকারে

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ বাবাকে গ্রেফতার করে। কঠিন শাস্তির দাবি জানিয়েছেন ওই নাবালিকার মা। তিনি আরও বলেন, ''এই ধরনের ঘটনা যাতে আর অন্য কারও পরিবারের মেয়েদের সঙ্গে যেন না হয়, তার জন্যই আমার মেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। আমরা ওর কঠিন শাস্তি চাই।''

চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জলচক এলাকায়। এ বিষয়ে এলাকাবাসীরা জানান, যদি সত্যিই এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে বাবার কঠিন শাস্তি হোক। তাঁরা চান, পিংলায় এই ধরনের ঘটনা আর না ঘটে।

Published by:Teesta Barman
First published:

Tags: Rape Case, West Midnapore news