হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
হঠাৎ গ্রামে কেন হাজির কেন্দ্র প্রতিনিধি দল?

West Midnapore News: গ্রামে গ্রামে ঘুরে কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখল প্রতিনিধি দল...

X
কথা [object Object]

কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পে কতটা কাজ হয়েছে কতটাই বা দুর্নীতি হয়েছে সেই সব খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্র প্রতিনিধি দল।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    নারায়ণগড়: কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পে কতটা কাজ হয়েছে কতটাই বা দুর্নীতি হয়েছে সেই সব খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্র প্রতিনিধি দল। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়নগরের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের কুটকি সহ একাধিক গ্রাম ঘুরলেন প্রতিনিধি দলের সদস্যরা।

    কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিক এর সঙ্গে ছিলেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষানু রায় সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা।এদিন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা ১০০ দিনের কাজ, কেন্দ্রীয় আবাস যোজনা কাজ কতটা এগিয়েছে, সাধারণ মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন কি না জব কার্ডের কাজ বা কতটা হয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষ নিজেদের দাবি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সামনে তুলে ধরেন।

    আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুর জেলার ২ জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী

    গ্রামবাসীদের দাবি অনেকেই জব কার্ডে টাকা পাননি। সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন আধিকারিকেরা। নারায়ণগড়ের একাধিক গ্রামে ঘুরে ঘুরে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য বি সি রাই বলেন, 'সাধারণ মানুষ ১০০ দিনের কাজের টাকা পাননি বলে আমার কাছে দাবি করেছেন। ' আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। সে জায়গায় কিন্তু দলের সামনে কিছুটা ক্ষোভ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে।

    First published:

    Tags: West Midnapur