নারায়ণগড়: কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পে কতটা কাজ হয়েছে কতটাই বা দুর্নীতি হয়েছে সেই সব খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্র প্রতিনিধি দল। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়নগরের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের কুটকি সহ একাধিক গ্রাম ঘুরলেন প্রতিনিধি দলের সদস্যরা।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিক এর সঙ্গে ছিলেন নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষানু রায় সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুর জেলার ২ জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী
গ্রামবাসীদের দাবি অনেকেই জব কার্ডে টাকা পাননি। সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন আধিকারিকেরা। নারায়ণগড়ের একাধিক গ্রামে ঘুরে ঘুরে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য বি সি রাই বলেন, 'সাধারণ মানুষ ১০০ দিনের কাজের টাকা পাননি বলে আমার কাছে দাবি করেছেন। ' আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। সে জায়গায় কিন্তু দলের সামনে কিছুটা ক্ষোভ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Midnapur