ঘাটাল: সরস্বতী পুজোয় রাজ্যের সর্বত্র মেতে উঠেছে পড়ুয়ারা৷ পড়ুয়াদের উৎসব সরস্বতী পুজো৷ কিন্তু সেই উৎসবের মধ্যেই ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা৷ যা দেখে চোখে জল এল সকলের৷ সকলেই ভেঙে পড়লেন কালনায়৷
সরস্বতী পুজো দেখতে মোটর বাইক নিয়ে রাস্তায় বার হয়েছিল পড়ুয়ারা৷ তাঁদেরই হল চরম পরিণতি৷ বাইক নিয়ে বার হয়ে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ল দুই স্কুল পড়ুয়া ছাত্র৷ শেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই পড়ুয়া৷ গুরুতর আহত তারা৷ কেন তাদের বাইক নিয়ে বার হতে দিয়েছিল পরিবার, এখন তাই নিয়ে আফসোস করছেন পরিবারের সদস্যরা৷
আরও পড়ুন: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল
আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার হরিনগর এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, নতুন হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র রমেশ রায় তার এক বন্ধুকে নিয়ে মোটরবাইকে করে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিল। ঘাটাল থানার হরিনগর এলাকায়, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের ও বাড়ির দেওয়ালে ধাক্কা মারে।
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে য়ায় বাইকটি। আশঙ্কাজনক অবস্থায় আহত হয়, দুই স্কুল পড়ুয়া, স্থানীয়রা দ্রুত তাতে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে নিয়ে আসে। খবর দেওয়া হয়েছে আহত ছাত্রদের বাড়িতে, ঘটনার স্থলে পৌঁছেছে ঘাটাল থানার পুলিশ।
সুকান্ত চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident