চন্দ্রকোনা: দুটি পৃথক দুর্ঘটনায় মৃত দুই ও আহত তিন। প্রথম ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা ঘাটাল রাজ্য সড়কের কালিকাপুরে । জানাযায় কালিকাপুর বাসস্টপেজ এর কাছেই ২ পথচারী অপেক্ষা করছিল টোটো ধরার জন্য। ওই সময় চন্দ্রকোনা থেকে ক্ষীরপায়ের দিকে দ্রুত বেগে যাওয়া ১ মোটরসাইকেল আরোহী একজন পথচারীকে ধাক্কা মারলে ঘটনায় ১ পথচারী রাস্তার উপর লুটিয়ে পড়ে, অপরদিকে মোটর বাইক আরোহীয় ছিটকে পরে রাস্তার উপরে ।
স্থানীয়রা দুর্ঘটনার কবলে পড়া দুই জনকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা জানায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম দিলীপ হেমরম, বয়স ৫০ ,বাড়ি চন্দ্রকোনা পরাহারি গ্রামে। গুরুতর জখম মোটরসাইকেল আরোহী। গুরুতর জখম ব্যক্তির নাম সুকুমার ঘোড়ই, বয়স ২৫, বাড়ি চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।
আরও পড়ুন: চাকরি-বিক্রিতে দলীয় যোগ! শান্তনু ফাঁস করে দিলেন সবকিছু? ১১১ কোটি নিয়ে তোলপাড় দাবি ইডি-র
অপরদিকে দাসপুর থানার জালালপুর এলাকায় বাইকের মুখোমুখি সংঘর্ষ, স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইকে করে পাঁশকুড়ার দিক থেকে ঘাটালের দিকে আসছিল তিন বাইক আরোহী, পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কের দাসপুরের জালালপুর এলাকায় ঘাটালের দিক থেকে আসা একটি বেপরোয়া গতিতে থাকা ট্রাক বাইকটিকে মুখোমুখি ধাক্কা মেরে পিসে দিয়ে পালিয়ে যায়, ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় বাইক চালকের, মৃত ব্যক্তির নাম শেখ তাহের আলী বয়স ৩৭ বছর দাসপুরের বাসিন্দা।
আরও পড়ুন: বুধেই ঘটতে পারে বড় কিছু, অনুব্রতর মুখোমুখি বসবেন কে? তুঙ্গে শোরগোল
বাইকে থাকা আরো দুজনই গুরুতর যখন হন, স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য নিয়ে যাই দাসপুর গ্রামীণ হাসপাতালে, দুর্ঘটনায় কেন্দ্র করে পথ অবরোধ করে স্থানীয় মানুষজন, তাদের দাবি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে নিত্যদিন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষজন। হুশ নেই প্রশাসনের, অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে, ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী, ঘাতক ট্র্যাকসহ ট্রাকের চালককে আটক করেছে দাসপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়, স্বাভাবিক হয় যান চলাচল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, West Bengal news