#কলকাতা: ফেস্টিভ মুডে শহরের থেকে পিছিয়ে নেই জেলাও। মুকুটমণিপুর, শুশুনিয়া, দিঘা থেকে উত্তরের দার্জিলিং। শীতের রোদ গায়ে মেখে উৎসবের মেজাজে রাজ্য।
শীতের ছুটি। আর শুশুনিয়াতে ভিড় হবে না! তাই কখনও হয়। পাহাড়ের কোলে পিকনিকার্সদের ভিড়। গানের তালে উদ্দাম নাচ। সেইসঙ্গে বাড়তি আকর্ষণ মেলা। সময বার করে সেখানে একটু কেনাকাটা
শুশুনিয়ার সঙ্গে ভিড়ে পাল্লা দিল মুকুটমণিপুর। এই শীতে লেকের ধারে বোটিংয়ের মজা কে না নিতে চায়! সেই সঙ্গে ওয়াচ টাওয়ার থেকে চারদিক দেখার লোভ কেউই সামলাতে পারেন না। লেকের ধারে সারি সারি গাড়ির ভিড়। পিকনিক করতে হাজির আমজনতা
বড়দিনের ভিড়ে নিজের স্বাভাবিক মেজাজে দীঘা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই। বিদেশি পর্যটকেরও পা পড়েছে সমুদ্র সৈকতে। আর দিঘায় এসে সমুদ্র স্নান হবে না! তাই কখনও হয়।
দক্ষিণবঙ্গ ঘুরে এবার সোজা উত্তরবঙ্গে। দার্জিলিং। ক্রিসমাস, নিউ ইয়ারের জন্য সাজছে ম্যাল। আর লোকের ভিড়। সে তো লেগেই রয়েছে সবসময়। টয় ট্রেন ঘিরেও ভিড় জমজমাট।
উত্তর হোক বা দক্ষিণ, রাজ্যজুড়ে পুরো উৎসবের মেজাজে।