Home /News /west-bardhaman /
Paschim Bardhaman: বেতন বৃদ্ধির দাবিতে পানাগড় শিল্পতালুকে বিক্ষোভ

Paschim Bardhaman: বেতন বৃদ্ধির দাবিতে পানাগড় শিল্পতালুকে বিক্ষোভ

বেতন

বেতন বৃদ্ধির দাবিতে সিমেন্ট কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ।

দীর্ঘ আট বছরেও হয়নি বেতন বৃদ্ধি। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। সাময়িকভাবে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু তার বাস্তবায়ন হয়নি।

  • Share this:

    পানাগড়, পশ্চিম বর্ধমান : দীর্ঘ আট বছরেও হয়নি বেতন বৃদ্ধি। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। সাময়িকভাবে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু তার বাস্তবায়ন হয়নি। তাই অবশেষে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভের পথ বেছে নিলেন শ্রমিকরা। এদিন শ্রমিক বিক্ষোভের সাক্ষী থাকল পানাগড় শিল্পতালুক। এই শিল্পতালুকের ওপর বিশেষভাবে জোর দিয়েছে রাজ্য সরকার। যেখানে শিল্প আনতে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই পানাগড় শিল্প তালুকে দেখা গেল শ্রমিকদের মধ্যে অসন্তোষ। অভিযোগের তীর একটি বেসরকারি সিমেন্ট কারখানার দিকে। বিক্ষোভ এনেছেন ওই বেসরকারি সিমেন্ট কারখানার শ্রমিকরা। তাদের দাবি, বেতন বৃদ্ধি করতে হবে। মূল্যবৃদ্ধির বাজারে তারা যৎসামান্য যে মাইনে পান, তাদের তা দিয়ে দিন গুজরান করতে সমস্যায় পড়তে হচ্ছে। ওই সমস্ত শ্রমিকদের পরিবারকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই দুর্মূল্যের বাজারে। পাশাপাশি দীর্ঘ আট বছরে যে তুলনায় বাজারে সমস্ত জিনিসের দাম বেড়েছে, সে জায়গায় আট বছরে এক পয়সাও বেতন বৃদ্ধি না হওয়ায় অসন্তোষ জমেছে শ্রমিকদের মনে। তাই তারা বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুলেছেন শ্রমিকরা। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে শ্রমিক হিসেবে যে প্রাপ্য তাদের পাওয়া উচিত, তারা তা পাচ্ছেন না। যে সমস্ত শ্রমিকরা বাইরে থেকে সাইকেল, মোটর বাইক নিয়ে কাজ করতে আসেন, তাদের সাইকেল, বাইক রাখার জন্য কোন স্ট্যান্ড নেই। তাদের আরও অভিযোগ, কারখানার উর্দ্ধতন কর্তৃপক্ষের আধিকারিকদের বেতন বৃদ্ধি হলেও, তাদের বেতনের কোন নড়চড় হয়নি। তাই অবশেষে কোন পথ না পেয়ে বিক্ষোভ শামিল হয়েছেন তারা। দাবি তুলেছেন, কারখানা কর্তৃপক্ষকে বেতন বৃদ্ধির জন্য লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। যদিও পরে বুদবুদ থানার হস্তক্ষেপে উঠে গিয়েছে শ্রমিকদের বিক্ষোভ। Nayan Ghosh

    First published:

    Tags: Durgapur, Panagarh, Paschim bardhaman

    পরবর্তী খবর