অন্ডাল: নতুন করে ধস নামল অন্ডালে। ফের এই ধসের ঘটনায় আবার ছড়িয়েছে আতঙ্ক। আতঙ্কিত এলাকার মানুষ। অভিযোগের তির ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের দিকে। অভিযোগ, পরিত্যক্ত খনি থেকে জল নিষ্কাশনের যে সিদ্ধান্ত ইসিএল নিয়েছে, তার জেরে নেমেছে ধস। নয়তো প্রায় ১৫ বছর আগে পরিত্যক্ত হওয়ার খনি এলাকায় এতদিন ধসের ঘটনা হয়নি। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ দাবি তুলছেন, অবিলম্বে জল নিষ্কাশন প্রক্রিয়া বন্ধ করতে হবে। নয়তো বড় আন্দোলনের পথে নামবেন এলাকাবাসী।
প্রসঙ্গত, এই ধস দেখা গিয়েছে অন্ডালের মুকুন্দপুর এলাকার চার নম্বর কোরা পাড়ায়। ওই এলাকা থেকে ঢিল ছোড়া দূরত্বে নেমেছে বিশাল আকার ধস। তৈরি হয়েছে বিশাল আকার গর্ত। যে ধসের জেরে বড় বিপদের আশঙ্কা করছেন এলাকার মানুষ। কারণ যে জায়গায় ধ্বস নেমেছে, সেই জায়গাটি এলাকার মানুষ ব্যবহার করেন। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে খেলাধুলায় ব্যস্ত থাকে।
ফলে ওই গর্তে পড়ে গিয়ে বড় বিপদ হতে পারে বলে মনে করছেন তারা। স্থানীয়দের ধারণা, পরিত্যক্ত খনি থেকে জল নিষ্কাশন প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই ধস নেমেছে। তার জন্য অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি তুলেছেন তারা।
প্রসঙ্গত, মুকুন্দপুর এলাকায় যে জায়গায় ধ্বস নেমেছে, ওই জায়গায় খনন প্রক্রিয়া ২০৯৮-০৯ সালে বন্ধ করে দিয়েছিল ইসিএল। জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর ওই পরিত্যক্ত খনি থেকে পাম্প লাগিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু করে ইসিএল।
আরও পড়ুন: Nadia News: বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করল গাংনাপুর থানার পুলিশ, ধৃত ২
আর পরদিনই সেখানে নেমেছে ধস। সেজন্যই স্থানীয়দের ধারণা, জল নিষ্কাশন প্রক্রিয়া শুরু হওয়ার পরেই ধস নেমেছে। প্রসঙ্গত বিগত কয়েক মাসে অন্ডাল, রানীগঞ্জের বিভিন্ন জায়গায় ছোট-বড় ধসের ঘটনা দেখা গিয়েছে। কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। তাই অবিলম্বে ক্ষতির হাত থেকে বাঁচতে জল নিষ্কাশন প্রক্রিয়া বন্ধ করার দাবি তুলেছেন এলাকার মানুষ।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Burdwan News