হোম /খবর /পশ্চিম বর্ধমান /
হুশ করে গাড়ি এসে উড়িয়ে দিল স্কুটিচালক প্রৌঢ়কে, এই ভিডিও দেখে আঁতকে উঠবেন

West Bengal News: হুশ করে গাড়ি এসে উড়িয়ে দিল স্কুটিচালক প্রৌঢ়কে, বাংলার এই ভিডিও দেখে আঁতকে উঠবেন

X
কী [object Object]

West Bengal News: আশপাশে থাকা লোকজন প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছে তার।

  • Local18
  • Last Updated :
  • Share this:

আসানসোল, পশ্চিম বর্ধমান : রাস্তা দেখে শুনে পার হচ্ছিলেন প্রৌঢ়। কিন্তু বুঝতে পারেন নি হঠাৎ চলে আসবে দ্রুতগতির গাড়িটি। আর সেই দ্রুতগতির গাড়ি ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ় এর। দুর্ঘটনার পুরো বিষয়টি রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়। যেখানে দেখা গিয়েছে স্কুটি নিয়ে রাস্তা পার হতে যাওয়া ওই ব্যক্তিকে ধাক্কা মেরে হাওয়ায় উড়িয়ে চলে গিয়েছে ঘাতক গাড়িটি। যদিও আশপাশে থাকা লোকজন প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছে তার।

জানা গিয়েছে, আসানসোলের গোপালপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাতে একটি গাড়ি মোটর সাইকেল আরোহীকে প্রবল জোরে ধাক্কা দেয়। এতে বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পুরো ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

আরও পড়ুন: ৪৫ হাজার মানুষের পরিষেবা, অনুব্রতর জেলায় বিরাট ঘোষণা মমতার! তোলপাড় বীরভূম

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, বাইক আরোহী তার বাইক চালিয়ে কোথাও থেকে যাচ্ছিলেন। তারপরে তিনি হঠাৎ রাস্তার পাশে তার বাইক থামান। এরপর দেখেশুনে রাস্তা পার হতে যাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি প্রচণ্ড গতিতে এসে সেই বাইকটিকে জোরে ধাক্কা দেয়। সঙ্গেসঙ্গে বাইক আরোহী এবং তার বাইকটি হাওয়ায় উড়ে মাটিতে পড়ে যায়। একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে কিছু দূর টেনে নিয়ে যায় ঘটক গাড়িটি।

আরও পড়ুন: সিনিয়র সিটিজেন স্কিমে বাড়ল বিনিয়োগের ঊর্ধ্বসীমা, MIS প্রকল্পে রাখা যাবে আরও বেশি টাকা

এই ঘটনায় গাড়িটিও নিয়ন্ত্রণহীন হয়ে রাস্তার অপর পাশে থেমে যায়। এর পরে পথচারীরা গাড়ির আরোহীকে ঘিরে ফেলে এবং ঘটনাটি আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে। গাড়ির আরোহীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই বেদনাদায়ক সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মিহির রায়। বছর ৬৫ এর এই ব্যক্তি নার্সমুদা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

 

Published by:Suman Biswas
First published:

Tags: Accident, West Bengal news