#আসানসোল: আদিবাসী স্টুডেন্ট এন্ড ইউথ ফোরামের পক্ষ থেকে গণ ডেপুটেশন এবং অভিনব পদযাত্রা। বুধবার গণ ডেপুটেশনের আয়োজন করা হয়েছিল আদিবাসী স্টুডেন্ট এন্ড ইউথ ফোরামের পক্ষ থেকে। এদিন ১৬ দফা দাবি নিয়ে বিএনআর মোড় রবীন্দ্র ভবন সংলগ্ন থেকে একটি বিশাল মিছিল করে, পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দফতরে গণ ডেপুটেশন দেয় স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ফোরাম। তাদের মূলত দাবি, গরীব অসহায় ছাত্র ছাত্রীদের স্বার্থে আসানসোল এলাকায় আদিবাসী আবাসিক বিদ্যালয় তৈরির ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ এবং স্নাতকোত্তর বিভিন্ন প্রতিযোগিতায় প্রস্তুতির জন্যে সরকারি ফ্রী কোচিং এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১৬ দফা দাবির মধ্যে অন্যতম আরও একটি দাবি ছিল, আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে অলচিকি হরফে তথা সাঁওতালি ভাষাতে পঠন পাঠনের ব্যবস্থা সরকারকে করতে হবে এবং এই সকল বিদ্যালয়ে অলচিকি জানা শিক্ষক নিয়োগ করতে হবে।
এছাড়াও আরও কয়েকটি দাবি তোলা হয়েছে আদিবাসী ইয়ুথ ফোরামের পক্ষ থেকে। শিক্ষাক্ষেত্রে অবিলম্বে রাজ্যের মাদ্রাসা বোর্ডের মতো সাঁওতালি বোর্ড গঠন করতে হবে। আদিবাসী উন্নয়নের স্বার্থে গঠিত সরকারি দফতরগুলিতে আদিবাসী আধিকারিকদের নিযুক্ত করা বাধ্যতামূলক করা হোক। ভুয়ো আদিবাসী শংসাপত্র রুখতে তথা বাতিলের জন্যে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে। প্রকৃত আদিবাসীদেরকে শংসাপত্র প্রদানের ক্ষেত্রে আদিবাসীদের পদবি দেখেই সরলীকরণ করতে হবে। তবে এত কিছু দাবির মধ্যেও, আদিবাসীদের ডেপুটেশন পদযাত্রায় ধামসা- মাদলের তালে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল। যা নজর কেড়েছে শহর আসানসোলের।
Nayan Ghoshনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, West Bardhaman