#দুর্গাপুর : যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। বন্ধুদের হাতেই খুন হয়েছেন ওই যুবক রাহুল পাসওয়ান। জানা গিয়েছে, চুরির টাকা ভাগাভাগি করা নিয়ে শুরু হয় বচসা। আর সেই বচশা গড়ায় হাতাহাতি পর্যন্ত। তখনই রাহুল পাশওয়ানকে মদ্যপ অবস্থায় খুন করেন ধৃত তিনজন। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, মৃত রাহুল পাশওয়ানের নামেও চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তার তিন সঙ্গীও অপরাধমূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাহুল পাশওয়ানের দেহ উদ্ধার করে পুলিশ। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর সি জোনের এর স্টেট ব্যাংক সংলগ্ন একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় দেহটি। পচা দুর্গন্ধ পেয়ে পুলিশের খবর দেন স্থানীয়রা। তারপরেই দেহটি উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধারের পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপর তদন্তকারীরা জানতে পেরেছেন, চুরির টাকা ভাগ নিয়ে সঙ্গীদের সঙ্গে বাচসা হয় রাহুলের তারপরেই খুন করা হয়েছে তাকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
জানা গিয়েছে, পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের শুক্রবার তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। আদালত পুলিশের সেই আবেদন মঞ্জুর করেছে। প্রসঙ্গত, রাহুল পাসওয়ান দুর্গাপুরের তালতলা এলাকার বাসিন্দা। ওই যুবকের বয়স ২৫ বছর। তার পরিবারের অভিযোগ ছিল, খুন করে রাহুলকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে দুর্গাপুর থানার তালতলা এলাকা থেকেই কৃষ্ণা বদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাশওয়ান নামের তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ কল্পতরু মেলার প্রস্তুতি শুরু, খুঁটি পুজো হল গ্যামন ব্রিজ ময়দানে
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, একাধিকবার রাহুল পাশওয়ানের নামে চুরির অভিযোগ দয়ের হয়েছে। রাহুল পাসওয়ানের পাশাপাশি তার তিন সঙ্গী কৃষ্ণা বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাশওয়ান এলাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, ঘটনার দিন সেই অপরাধমূলক কাজ নিয়েই রাহুলের সঙ্গে জঙ্গলে বচসা তৈরি হয় তার সঙ্গীদের।
আরও পড়ুনঃ লালন শেখের মৃত্যুর আঁচ এবার দুর্গাপুরে! বিক্ষোভ সাধারণ মানুষের
তারপরেই তাকে শ্বাস রোধ করে খুন করা হয় বলেও পুলিশের প্রাথমিক অনুমান। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। তদন্তে আরও তথ্য পাওয়ার জন্য ধৃতদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই খুনের ঘটনার তদন্তের পাশাপাশি, অভিযুক্তরা আর কোথায়, কি - কি অপরাধমূলক কাজ সংঘটিত করেছে, সে বিষয়েও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।
Nayan Ghoshনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durgapur, Paschim bardhaman