#দুর্গাপুর: দুর্গাপুর কোকওভেন থানায় কর্মরত কনস্টেবল মৃত্যুতে গ্রেফতার করা হল ঘাতক গাড়ির চালককে। দুর্গাপুর থেকেই গ্রেফতার করা হয়েছে ঘাতক ওই গাড়ির চালককে। জানা গিয়েছে ঘাতক গাড়ি চালকের নাম রাহুল মন্ডল। তিনি পেশায় একজন গাড়িচালক। সাত বছর ধরে গাড়ি চালানোর কাজের সঙ্গে যুক্ত তিনি। তাকে দুর্গাপুরের কেমিক্যালস কলোনি থেকে গ্রেফতার করেছে কোকওভেন থানার পুলিশ। গ্রেফতার করার পর দুর্ঘটনাস্থলে তাকে নিয়ে গিয়ে ঘটনার বিবরণ নিয়েছেন থানার আধিকারিকরা।
যদিও ঘাতক গাড়ির চালক রাহুল মন্ডল জানিয়েছেন, ঘটনার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। কারণ হঠাৎ করে এই রাস্তার মাঝে চলে এসেছিল একটি ট্রাক। আর তখন তিনি নিয়ন্ত্রণ রাখতেন না পেরে এই দুর্ঘটনা ঘটিয়েছেন। তবে তিনি ভয় পেয়ে পুলিশের কাছে কিছু না জানিয়ে, গা ঢাকা দিয়েছিলেন বলে খবর।
তখন তিনি আর গাড়ির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন নি। এই ঘটনাই দ্রুতগামী ওই চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুর্গাপুর কোকওভেনথানার কর্তব্যরত কনস্টেবল রাজীব বরুর। তারপরই তদন্ত নেমে ঘাতক ওই গাড়ি চালকের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: রেপো রেট বাড়লেও এই ব্যাঙ্কগুলো এখনও সস্তায় হোম লোন দিচ্ছে, দেখে নিন বিস্তারিত!
যদিও গাড়ি চালক রাজীব মন্ডল জানিয়েছেন, ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। শুধুমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা হয়েছে।
Nayan Ghoshনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Burdwan News