দুর্গাপুর: বছর ১৭ নাবালক। উগ্র মেজাজি। দিনের বেশিরভাগ সময় কাটতো অনলাইন গেমে। অনলাইন গেম নিয়ে সারাদিন ছেলেকে বসে থাকতে দেখে মাঝে মধ্যে কিছুটা বিরক্ত হতেন অভিভাবকরা। গেম খেলতে খেলতেই পরিচয় হয়েছিল ভিনদেশী একটি মেয়ের সঙ্গে। সম্প্রতি সেই দেশে যাওয়ার জন্য জেদ ধরেছিল ছেলে। পরিবার জানিয়েছিল, আগে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। আর তারপর কান্ড ভয়ানক। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর সেই নাবালক কৌশল সাউয়ের পচাগলা দেহ উদ্ধার হল একটি জলাশয় থেকে।
জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের পচাগলা দেহ উদ্ধার হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বিনোদন পার্কের কালভার্টের নিচ থেকে। মৃত কিশোরের নাম কৌশল সাউ। বয়স আনুমানিক ১৭। বেনাচিতি হিন্দি ভারতী স্কুলের পড়ুয়া ছিল সে। দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দা বলে জানা গিয়েছে। কিশোরের মায়ের দাবি, মোবাইল গেমে প্রতি মুহূর্তে আসক্ত থাকত কৌশল।
সেই গেম থেকেই ফিলিপিন্সের কিশোরীর সঙ্গে সম্পর্ক হয় কৌশলের। ফিলিপিন্স যাওয়ার জন্য বিগত কিছুদিন থেকে জেদ করছিল কৌশল। গেম খেলতে বারণ করলে মেজাজ হারিয়ে যেত তার। তারপর বিগত চারদিন আগে কৌশল অন্যান্য দিনের মতোই প্রাতঃভ্রম বের হয়। কিন্তু আর কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না তার।
আরও পড়ুন: East Medinipur News: নানা রঙের ফুলকপি চাষ করে তাক লাগাচ্ছে কোলাঘাটের কৃষক প্রমথ মাজী
এরপর এদিন সিটি সেন্টারের একটি বিনোদন পার্কের কর্মীরা পচা গলা গন্ধ পেয়ে কালভার্টের নিচে দেখতে পায় মৃতদেহ ভাসতে। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পরে ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে।
আরও পড়ুন: Purulia News : কাগজের সরস্বতী মূর্তি বানিয়ে তাক লাগাল রঘুনাথপুরের শুভজিৎ
তবে চার লদিন ধরে নিখোঁজ থাকার পর কিশোরের পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বাঁধছে। মৃত কিশোরের পকেট থেকে একটি মোবাইলও পাওয়া গিয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Burdwan News