#আসানসোল: দুর্ঘটনা হয়তো একেই বলে। হয়তো দুর্ভাগ্য বলে এই ঘটনাকেই। এক ক্যারাটে শিক্ষক প্রতিদিনের মতোই যাচ্ছিলেন নিজের শিক্ষা কেন্দ্রের দিকে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঠিকঠাক নিয়ম মেনে। তবুও হঠাৎ কালো ছায়ার মতো নেমে এল দুর্ঘটনা। মর্মান্তিক মৃত্যু হল ধর্মেন্দ্র রাম নামের এক ক্যারাটে প্রশিক্ষকের।রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তার ওপর আছড়ে পড়ে একটি পাথর বোঝাই লরির ডালা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। উদ্ধারকার্য চালানোর সময় ওই ক্যারাটের প্রশিক্ষকের নিথর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, পাথরবোঝাই করে নিয়ে যাওয়া একটি ট্রাক থেকে হঠাৎ করেই ভেঙে যায় ডালা। ট্রাক থেকে ভেঙে রাস্তার পাশে পাথর সমেত উল্টে যায় ডালাটি। আর তখনই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই ক্যারাটে প্রশিক্ষক। তিনি ওই পাথরের নিচে চাপা পড়ে যান। সেখানেই মৃত্যু হয়েছে তার।
আরও পড়ুন: Purulia News: অবৈধ দখলদারি ও শহরকে যানজট মুক্ত করতে পুরুলিয়া জেলা পুলিশের অভিযান
জানা গিয়েছে, ধর্মেন্দ্র রাম অন্যান্য দিনের মতোই এদিন ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার জন্য রানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সে সময়ই পাথর বোঝায় ওই ১৪ চাকার লরিটি ধর্মেন্দ্র রামের ওপর আছড়ে পড়ে। এই ঘটনার পরপরই গাড়ির চালক ও খালাসী ঘটনা স্থল ছেড়ে চম্পট দেয়। পরে পুলিশ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজ চালায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান নিয়ন্ত্রণ হারিয়েই ওই পাথর বোঝাই লরিটি, ওই বাইক চালকের উপর আছড়ে পড়েছে।আরও পড়ুন: South 24 Parganas News: আবারও জেলায় বেআইনি সোনা কারবারিদের হদিস, গ্রেফতার ২
এদিনের এই ঘটনার জেরে জাতীয় সড়কের এক প্রান্ত দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ যান নিয়ন্ত্রণ করে উদ্ধার কাজ শুরু করে। এদিন পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধারের পর দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। এদিনের আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Burdwan News