হোম /খবর /পশ্চিম বর্ধমান /
রেলের ফ্রেট করিডোরের কাজ শেষ হবে দ্রুত, দুর্গাপুরে বৈঠক প্রধানমন্ত্রীর উপদেষ্টার

West Burdwan News : রেলের ফ্রেট করিডোরের কাজ শেষ হবে দ্রুত, দুর্গাপুরে বৈঠক প্রধানমন্ত্রীর উপদেষ্টার

X
রেলের [object Object]

রেলের ফ্রেট করিডরের কাজে গতি আনতে বিশেষ বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের বিশেষ উপদেষ্টা তরুণ কাপুর৷ অন্ডাল থেকে ডানকুনি পর্যন্ত যে ফেজ টু-এর যে কাজ চলছে, তা দ্রুত শেষ করবে ভারতীয় রেল

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পশ্চিম বর্ধমান : রেলের ফ্রেট করিডরের কাজে গতি আনতে বিশেষ বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের বিশেষ উপদেষ্টা তরুণ কাপুর। দুর্গাপুরের একটি বেসরকারি অতিথিশালায় রেলের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জানান, ভারতীয় রেল এবার স্বাবলম্বী হয়েছে। তাই এই কাজ অতি দ্রুত শেষ করা হবে। বিশেষ করে অন্ডাল থেকে ডানকুনি পর্যন্ত যে ফেজ টু এর কাজ চলছে, তা দ্রুত শেষ করবে ভারতীয় রেল।

কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চাইছে দ্রুত এই কাজ শেষ হোক। সেই মতো নেওয়া হয়েছে পরিকল্পনা। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে যে বিপুল পরিমাণ বিনিয়োগ আসছে, তা যাতে ঠিকভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও বিশদে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এদিনের এই বৈঠকে রেলের কর্তারা ছাড়াও হাজির হয়েছিলেন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এবং কোল ইন্ডিয়া কর্তারা। পাশাপাশি হাজির হয়েছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্তারাও।

আরও পড়ুন: বিদ্যুৎবাহী তারে লাগল ডাম্পার, তারপর যা হল দেখে আঁতকে উঠবেন

জানা গিয়েছে, জেলা এসেছিলেন প্রধানমন্ত্রীর দফতরের অন্যতম উপদেষ্টা তরুণ কাপুর। জেলায় এসে তিনি প্রথমে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। ইসিএলের বিভিন্ন এলাকাগুলি পরিদর্শন করেন। এরপর দুর্গাপুরে একটি বেসরকারি অতিথিশালায় তিনি বৈঠকে বসেন। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল রেলের ফ্রেট করিডরের কাজ দ্রুত শেষ করা। লুধীয়ানা থেকে অন্ডাল পর্যন্ত ফেজ ওয়ানের কাজ প্রায় শেষের মুখে বলে জানা গিয়েছে। ফেজ টুয়ে অন্ডাল থেকে ডানকুনি পর্যন্ত যে ফ্রেট করিডরের কাজ চলছে, তা দ্রুত শেষ করতে এই বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: পে স্লিপ এলেও আসেনি বেতন! সরকারি সংস্থা ডিপিএল কর্মচারীদের ধরনা

জমি অধিগ্রহণ সহ কিভাবে এই কাজ দ্রুত শেষ করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের উপদেষ্টা জানিয়েছেন, এতদিন রেল পিপিই মডেলে কাজ করছিল। তবে এবার রেল স্বাবলম্বীভাবে কাজ করবে। একইসঙ্গে ইসিএল এবং জাতীয় সড়কের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট এর কাজ চলছে, সেগুলিতেও যাতে গতি আনা যায় তা নিয়েও রিভিউ মিটিং করেছেন তিনি। সবমিলিয়ে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর দফতরের উপদেষ্টার আগমন সূত্রে  সিটি সেন্টার চত্বর কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল।

Nayan Ghosh

Published by:Ankita Tripathi
First published:

Tags: Indian Railway, West Burdwan News