হোম /খবর /পশ্চিম বর্ধমান /
'না! এখানে আমার যুদ্ধ শেষ হয়নি,' টেটে প্রথম ইনা জানালেন পরবর্তী লক্ষ্যের কথা

Primary TET Result: 'না! এখানে আমার যুদ্ধ শেষ হয়নি,' টেটে প্রথম ইনা জানালেন পরবর্তী লক্ষ্যের কথা

X
সম্বর্ধনা [object Object]

Primary TET Result: পানাগড়ের কাঁকসার একটি বেসরকারি বিএড কলেজ থেকে প্রশিক্ষণ নিয়েছেন ইনা সিংহ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    পানাগড়: টেট পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন। তবে এখানেই থেমে যাওয়া নয়। তাঁর লক্ষ্য এরপর কেন্দ্রীয় বিদ্যালয়। তারপর সাময়িক কিছুটা বিরতি, এবং সর্বশেষ লক্ষ্য বিসিএস পরীক্ষায় সফল হওয়া। আর তার জন্য চলছে প্রস্তুতি। টেট পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ইনা সিংহ এমনটাই জানালেন পানগড়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে।

    পানাগড়ের কাঁকসার একটি বেসরকারি বিএড কলেজ থেকে প্রশিক্ষণ নিয়েছেন ইনা সিংহ। টেট পরীক্ষায় তাঁর বিপুল এই সাফল্যের জন্য তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে কলেজের পক্ষ থেকে। আর কলেজের সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ইনা দেবী জানিয়েছেন, তাঁর আগামী দিনের লক্ষ্য বিসিএস অফিসার হওয়া।

    লক্ষ স্থির করলে সফলতা মিলবেই, বেসরকারি বিএড কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন টেট পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকারী ইনা সিংহ। কলেজের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে। কলেজের পড়ুয়াদের উৎসাহিত করতে এবং ইনা দেবীকে সম্মান জানাতে, তাঁকে আমন্ত্রণ জানানো হয় কলেজের পক্ষ থেকে। প্রসঙ্গত, ইনা সিংহ ওই কলেজের ছাত্রী ছিলেন। সেখান থেকেই পড়াশোনা করে তিনি টেট পরীক্ষা দেন।

    অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, টেট পাশ করেও যাঁরা চাকরি পান নি, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন, তাঁদের পাশে তিনি সর্বদা থাকবেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী দিনে ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। এছাড়াও ভবিষ্যতে ডাবলুবিসিএস পরীক্ষায় বসতে চান। তাঁরও প্রস্তুতি শুরু করবেন।

    আরও পড়ুন, ৫ মিনিটেই দেখতে পরবেন প্রাইমারি টেটের নম্বর, এই ওয়েবসাইটগুলির লিঙ্কে ক্লিক করুন

    আরও পড়ুন, স্বচ্ছতা বজায় রাখতে OMR শিট-সহ টেটের ফল প্রকাশ, জানুন বিশদে

    আগামী প্রজন্মের ছাত্র ছাত্রীদের উদেশ্য এদিন তিনি বলেন, সবাইকে নিজের লক্ষ স্থির করে পড়াশোনার দিকে মন দিতে হবে। বর্তমান সমাজে স্রোতের টানে বয়ে গিয়ে নিজের জীবনের লক্ষ থেকে সরে গেলে হবে না। তাঁর কলেজের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি, তাঁর এই সাফল্যে তাঁর মা সর্বদা তাঁকে সাহায্য করেছেন, এমনটাই জানিয়েছে ইনা দেবী।

    নয়ন ঘোষ

    First published:

    Tags: Primary TET