হোম /খবর /পশ্চিম বর্ধমান /
অসংখ্য সাদা তাঁবুতে ভরেছে মাঠ, দুর্গাপুরে হচ্ছেটা কী?

Durgapur New: অসংখ্য সাদা তাঁবুতে ভরেছে মাঠ, দুর্গাপুরে হচ্ছেটা কী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুতি দুর্গাপুরে৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুতি দুর্গাপুরে৷

যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার কর্মসূচিকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সঙ্গে তুলনা করছেন৷

  • Share this:

দুর্গাপুর: পূর্ব বর্ধমান জেলায় যাত্রা শেষ করে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলায় পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে নবজোয়ার আনতে ঠাসা কর্মসূচি রয়েছে তার। পানাগড় থেকে যাত্রা শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। পানাগড় থেকে দুর্গাপুর হয়ে ধীরে ধীরে তিনি এগিয়ে যাবেন জনসংযোগ করতে করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো-সাজো রব শহর দুর্গাপুরে। ঘাসফুলের পতাকায় মুড়ে ফেলা হচ্ছে শহরের রাস্তাঘাট। একইসঙ্গে চতুর্দিকে তৃণমূলের নবজোয়ারের ছোঁয়া।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যেতে ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কমান্ড দু মাস ব্যাপী এই কর্মসূচি নিয়েছেন। বেশ কয়েকটি জেলায় সেরে তিনি এসে পৌঁছবেন পশ্চিম বর্ধমানে। শহর দুর্গাপুরে পদযাত্রা ছাড়াও অধিবেশন বৈঠকের মতো কর্মসূচি রয়েছে তার। জেলাতেই করবেন রাত্রিবাস। তারপর আবার এগিয়ে যাবেন অন্য জেলার উদ্দেশ্যে। দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও বিশাল মাপের প্রস্তুতি নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে অসংখ্য তাঁবু।  পাশাপাশি থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও।

আরও পড়ুন: হু হু করে হাওয়া, তোলপাড় গোটা কলকাতা! ঝড়ের গতিবেগ জানলে আঁতকে উঠবেন

দলের সর্বভারতীয় সম্পাদকের আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা সবাই উৎফুল্ল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে সবদিকে। শহর দুর্গাপুরও সেই তালিকা থেকে পিছিয়ে নেই। নানা রকম দলীয় পতাকা, ব্যানার, কাট আউট দিয়ে শহরের রাস্তাঘাট সাজিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে চলছে প্রশাসনিক স্তরের প্রস্তুতিও।

 

যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার কর্মসূচিকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সঙ্গে তুলনা করছেন৷ কিছুদিন আগেই দেখা গিয়েছিল রাহুল গান্ধি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিলেন জনসংযোগ কর্মসূচিতে। সেই কর্মসূচির পর কর্ণাটকে কংগ্রেস যেভাবে সাফল্য পেয়েছে, তাতে হাত শিবির রীতিমতো উৎফুল্ল।

স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিও সফলতা এনে দেবে বলে আশা করছেন দলের কর্মী সমর্থকরা। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একেবারে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন, তখন গ্রামের মানুষের তৃণমূলের প্রতি আরও আস্থা বাড়বে বলে আশা রাখছেন দলের নেতা কর্মীরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি দলের কর্মীদের মধ্যে যেমন প্রভাব ফেলবে, তেমনভাবেই প্রভাব ফেলবে মানুষের মনেও।

Nayan Ghosh

First published:

Tags: Abhishek Banerjee, Durgapur, Paschim bardhaman