পশ্চিম বর্ধমান : ওজন মেশিনে কারচুপি করে ক্রেতাদের ঠকিয়ে দেন অনেক বিক্রেতা। হাতে মাতা দাঁড়িপাল্লা থেকে ওজন মেশিনের পরিবর্তন হয়েছে। বর্তমানে কম্পিউটারাইজড ওজন মেশিন অনেক বেশি প্রচলিত। তবে তাতেও কারচুপির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে পদক্ষেপ করতেই বিশেষ অভিযান চালানো হল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে। আসানসোলের বাজার এলাকায় চালানো হয়েছে এই বিশেষ অভিযান যদিও অভিযানের সময় কোনও ওজন মেশিনে কারচুপি বা ত্রুটি ধরা পড়েনি।
চলতি বছরের প্রথমবার জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়েছে মেটেরোলজি দফতরের পক্ষ থেকে। ওজন মেশিনে কারচুপি করে কোনও ক্রেতাকে ঠকানো হচ্ছে কিনা, সেই বিষয় খতিয়ে দেখতে বিশেষ এই অভিযান চালানো হয়েছে বাজার এলাকায়।
আরও পড়ুন – Cyclone Mocha Update: বঙ্গোপসাগরের ওপর ফুঁসবে, তাতেই নির্ভর বাংলার আবহাওয়া, দাবদাহ না বৃষ্টি
বিভিন্ন বিক্রেতার কাছে থাকা ওজন মেশিন গুলি পরীক্ষা করেছেন আধিকারিকরা। কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে ওজন মেশিন গুলির পরীক্ষা চালানো হয়েছে। তবে পরীক্ষার ফলাফলের সন্তুষ্ট আধিকারিকরা। কারণ ক্রেতাদের ঠকানোর মতো কোনও বিষয় এই ওজন মেশিন গুলিতে ধরা পড়েনি। কেন না এমন ধরনের অসাধু পন্থা থেকে সরে আসছেন বিক্রেতারা। তাতেই সন্তুষ্ট দফতরের আধিকারিকরা।
আরও পড়ুন – Mother and Son: বাবাকে ধাঁইধাঁই করে তাড়া, তারপরেই হাঁসুয়া নিয়ে মায়ের ওপরে…
উল্লেখ্য গত বছরেও এমন অভিযান চালানো হয়েছিল আসানসোলের একটি বাজার এলাকায়। অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকটি ওজন মেশিনে কারচুপি ধরা পড়ে। সেই সমস্ত ওজন মেশিন গুলি বাজেয়াপ্ত করেছিল প্রশাসন।বিক্রেতাদের এই বিষয়ে সাবধান করা হয়েছিল। প্রশাসনের সেই অভিযানের পর আবার কোনও অসাধু পন্থা বিক্রেতারা অবলম্বন করছেন কিনা, তা খতিয়ে দেখতেই এদিন বিশেষ অভিযান চালিয়ে ওজন মেশিনগুলি পরীক্ষা করা হয়েছে।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Paschim bardhaman