আসানসোল, পশ্চিম বর্ধমান: ভয়ংকর নৃশংস কাণ্ড আসানসোলে। এক নিরীহ বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ। খুনের অভিযোগ স্থানীয় এক তরুণী এবং তার বন্ধুদের দিকে। মারধরের বলি হয়েছেন বছর ৭০-এর অমর সিং। আসানসোলের আরাডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক তরুণী তার বন্ধুর সঙ্গে গল্প করছিলেন। সেই জায়গায় ছিলেন ওই বৃদ্ধ।
হঠাৎই স্থানীয় ওই তরুণী অভিযোগ তোলেন, বৃদ্ধ নাকি তাঁর ছবি তুলেছেন। আর এর পরেই তরুণীর সঙ্গী বন্ধু এবং অন্য বন্ধুরা এসে ব্যাপকভাবে মারধর করেন বৃদ্ধ অমর সিংকে। গোটা এলাকা জুড়ে দৌড় করানো হয় তাঁকে। সঙ্গে চলতে থাকে ব্যাপক মারধর। আর এই মারধরের জেরে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অমর সিংয়ের।
আরও পড়ুন - Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে জোট, মেঘালয়ে ভাল ফলের আশায় তৃণমূল
আরও পড়ুন -ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?
স্থানীয় এলাকার মানুষজন বলছেন, বৃদ্ধের বিরুদ্ধে যে অভিযোগ ওই তরুণী তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। কারণ ওই বৃদ্ধ খুবই ভদ্র স্বভাবের ছিলেন। স্থানীয়দের আরও দাবি, ওই তরুণী সম্ভবত জনসমক্ষে কোনও অপকর্ম করছিলেন। আর মিথ্যা অভিযোগ করে খুন করা হল এক নিরীহ বৃদ্ধকে। একই সঙ্গে তাঁরা বলছেন, যদি ওই বৃদ্ধ কোনও অপরাধ করেছিলেন, তাহলে আইনের দ্বারস্থ হওয়া যেত। কিন্তু ওই তরুণী এবং তার সঙ্গীরা ব্যাপকভাবে মারধর করে এই বৃদ্ধকে খুন করেছেন। তাই দোষীদের শাস্তির দাবি তুলছেন এলাকার মানুষ।
জানা গিয়েছে, আসানসোল দক্ষিণ থানার আড়াডাঙ্গা এলাকায় বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের স্বামী রাজু বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের দাবি, দোষীদের আটক করতে হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol