কাঁকসা: স্কুলের পরিকাঠামোর উন্নতির জন্য জানানো হয়েছিল আবেদন। আবেদন পত্র গিয়েছিল বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়ার কাছে। অবশেষে সেই আবেদনে সাড়া দিয়েছেন সাংসদ। তিনি সাহায্য করার আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন, তাঁর পক্ষে যতটা সম্ভব, তিনি বিদ্যালয়গুলির পরিকাঠামগত উন্নয়নের জন্য সাহায্য করবেন। একই সঙ্গে তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন। কথা বলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের সঙ্গে। পাশাপাশি বিদ্যালয়গুলির পরিকাঠামো গত উন্নয়নের আবেদনে সাড়া দিয়ে তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য বিদ্যালয়ের আবেদনে সাড়া দিয়ে কাঁকসার তিনটি বিদ্যালয় পরিদর্শন করেছেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া।
আরও পড়ুন- ভর্তির দিনই মৃত স্বামী, ছ’দিন পরেও দেহ নিতে এলেন না স্ত্রী, হাবড়ায় এ কী কাণ্ড
আরও পড়ুন- বৃষ্টির স্বস্তি গেল বলে, আবার ফিরছে গা-পোড়ানো তীব্র গরম, সতর্কতা আবহাওয়া দফতরের
সাংসদ এসএস আলুয়ালিয়া জানিয়েছেন, বিদ্যালয়ের পক্ষ থেকে বেশ কিছু আবেদন করা হয়েছিল। সেই কারণে তিনি বিদ্যালয়গুলি পরিদর্শন করেন। তিনটি বিদ্যালয় ঘুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলার পর, তিনি তাঁর পক্ষে যতটা সম্ভব উন্নয়ন করার প্রচেষ্টা করবেন বলে জানিয়েছেন। সাংসদের এই উদ্যোগ দেখে খুশি বিদ্যালয় গুলির পরিচালন কমিটির সদস্যরা।
নয়ন ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।