হোম /খবর /পশ্চিম বর্ধমান /
ছেলে, বৌমা, দুই নাতি খুন! মা এ ভাবে মারল ছেলে-বৌমাদের, বললে বিশ্বাস হবে না

Durgapur News: ছেলে, বৌমা, দুই নাতি খুন! মা এ ভাবে মারল ছেলে-বৌমাদের, বললেও বিশ্বাস হবে না

X
মা [object Object]

ছেলে এবং তার পরিবারের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের মাকে। যদিও একইসঙ্গে আরও দুজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ।

  • Share this:

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : কথায় আছে কুসন্তান সন্তান হলেও, কুমাতা কভু না হয়। দুর্গাপুরের ঘটনায় যেন এই প্রবাদ মিথ্যা প্রমাণিত হচ্ছে। ছেলে এবং তার পরিবারের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের মাকে। যদিও একইসঙ্গে আরও দু'জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। গত রবিবার দুর্গাপুরে অমিত মণ্ডল এবং তার পরিবারের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তে নেমে অমিত মণ্ডলের মা-সহ মৃতের মাসতুতো ভাই এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

প্রসঙ্গত, গত রবিবার দুর্গাপুরে কুরুলিয়া ডাঙ্গা এলাকায় অমিত মণ্ডল, তার স্ত্রী রুপা মণ্ডল, তাদের পুত্র সন্তান নিমিত মণ্ডল এবং শিশুকন্যা নিকিতা মণ্ডলের দেহ উদ্ধার করা হয়। যে ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর শহর জুড়ে। সূত্রের খবর, পেশায় জমি ব্যবসায়ী অমিত মণ্ডলের দেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাঁর হাত দুটি পিছন দিকে বাঁধা ছিল। এই ঘটনায় স্থানীয়রা প্রথমে খুনের অভিযোগ তোলেন।

আরও পড়ুন: এখনও গ্রেফতার নন, নিয়োগ দুর্নীতিতে ৬ প্রভাবশালী খুঁজে পেল ইডি! এবার? ব্যাপক চাঞ্চল্য

আরও পড়ুন - দেশের এই জনজাতির অদ্ভুত রীতি, বর-কনে বাছতে এক রাতের সঙ্গী হয় দু’জন, নিয়ম চমকে দেবে

একইসঙ্গে দেহ উদ্ধার করে নিয়ে যেতে পুলিশকে বাধা দেওয়া হয়। তখনই মৃতের এক আত্মীয়ও খুনের অভিযোগ তুলেছিলেন। জানিয়েছিলেন একটি হোয়াটসঅ্যাপ মেসেজের কথাও। একইসঙ্গে জমি সংক্রান্ত সমস্যার কথাও তুলে ধরেছিলেন তিনি। এরপর রবিবার বিকেলেই ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম এবং দুর্গাপুরের ডেপুটি কমিশনার।

এই ঘটনার তদন্তে নেমেই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। যার মধ্যে রয়েছে অমিত মণ্ডলের মা বুলু মণ্ডল। তাছাড়া ধৃতদের মধ্যে রয়েছেন অমিত মণ্ডলের মাসতুতো ভাই গৌতম নায়েক এবং মাসতুতো ভাইয়ের স্ত্রী শিলা নায়েক। উল্লেখ্য, অমিত মণ্ডল এবং তার পরিবারের মৃত্যুর ঘটনায় অমিত মণ্ডলের শ্বশুর মশাই অর্থাৎ রূপা মণ্ডলের বাবা বিশ্বম্ভর পাল একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে কুড়িজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। যার মধ্যে ছিলেন এই তিনজন। তবে সেই তালিকায় এখনও ১৭ জন অধরা রয়েছেন। অন্যদিকে ছেলের মৃত্যুতে মায়ের যুক্ত থাকার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। অনেকে ভাবতে পারছেন না, এমন ঘটনাও হতে পারে।

Nayan Ghosh

Published by:Uddalak B
First published:

Tags: Crime News