পানাগড়, পশ্চিম বর্ধমান : পূরণ হতে চলেছে দীর্ঘদিনের দাবি। স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের দাবি মেনে কাঁকসা পুরাতন রোড তৈরি হবে নতুন করে। রাস্তার পাশে নির্মাণ করা হবে নিকাশি নালা। চলাফেরায় সমস্যা থেকে মুক্তি পেতে নতুন রাস্তা এবং নিকাশী নালার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে সেই দাবিতে অনুমোদন দিয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি। তারপরে এডিডিএ - এর ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা রাস্তা এবং এলাকাটি পরিদর্শন করেছেন। জানা গিয়েছে খুব শীঘ্র ওই রাস্তা তৈরীর কাজ শুরু হবে।
প্রসঙ্গত, পুরনো কাঁকসা রোড মেরামতের দাবি অনেকদিন ধরেই রয়েছে। কারণ রাস্তাটির অবস্থা বর্তমানে বেহাল। তাছাড়াও রাস্তার পাশে নিকাশী ব্যবস্থা সেভাবে না থাকায়, বর্ষাকালে সমস্যায় পড়তে হয় স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার মানুষজনকে। বর্ষাকালে নর্দমার জল রাস্তার ওপর উঠে আসে ফলে সেই জল টপকে যাতায়াত করতে হয় মানুষজনকে। স্বাভাবিকভাবেই তাতে সমস্যার শিকার হতে হয় রাস্তা দুপাশে থাকা বিভিন্ন ব্যবসায়ীদের। অনেকেই বেহাল নিকাশি ব্যবস্থা জেরে ওই রাস্তা এড়িয়ে চলেন বর্ষাকালে। তাছাড়াও যারা ব্যবসায়ী বা এলাকার মানুষ রয়েছেন, তাদেরও যাতায়াত করতে ব্যাপক সমস্যা হয়। সেজন্য এই দাবি জানানো হচ্ছিল। যাতে অনুমোদন দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।
অনুমোদন পাওয়ার পরেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারের রাস্তাটি পরিদর্শন করেছেন। রাস্তার পাশাপাশি নিকাশী নালা নির্মাণের নকশা তৈরি হবে শীঘ্রই। এই ব্যাপারে জেলা পরিষদের সহ - সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন, খুব শীঘ্র রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকার মানুষ সমস্যা থেকে মুক্তি পাবেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের থেকে ফান্ড থেকে খরচ করে তৈরি হবে রাস্তা এবং নিকাশী নালা।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West bardhaman news