হোম /খবর /পশ্চিম বর্ধমান /
হোটেল মালিককে এলোপাথাড়ি গুলি, দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু

West Burdwan News: হোটেল মালিককে এলোপাথাড়ি গুলি, দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু

X
ছবি [object Object]

West Burdwan News: আসানসোলে হোটেল মালিককে এলোপাথাড়ি গুলি, দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অরবিন্দ ভগতের

  • Share this:

আসানসোল: আসানসোলে বন্দুকবাজের গুলিতে মৃত হোটেল মালিক৷ দুষ্কৃতীরা তাঁকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করে বলে অভিযোগ।দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অরবিন্দ ভগতের। পুরো ঘটনাটি ধরা পড়েছে হোটেলে লাগানো সিসিটিভি ক্যামেরায়।

শহরের প্রাণকেন্দ্র ভগৎ সিং মোড় হোটেলে এসে ব্যবসায়ীকে গুলি করে খুন করা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে আসানসোলের ব্যবসায়ীরা। আসানসোল দক্ষিণ পিপি থেকে সামান্য কিছু দূরে অবস্থিত জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন সেনরেল রোডে হোটেল মীরাতে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা পৌনে আটটা নাগাদ । দুই বন্দুকবাজ আচমকাই হোটেলে ঢুকে পড়ে। তারা লবিতে সোফায় বসে থাকা হোটেল মালিক অরবিন্দ ভগতকে গুলি করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: পড়াশোনা করে চাকরি মিলবে কি না ঠিক নেই, পড়ুয়াদের চপ ভাজার 'শিক্ষা' প্রধান শিক্ষকের

আরও পড়ুন: ডিএ নিয়ে বাড়ছে ক্ষোভ! মমতা বললেন, 'আমি গুপি গাইন, বাঘা বাইন নই'

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। ঘটনার পরেই আসানসোল শহরের লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে ঝাড়খন্ড পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছে আসানসোল দুর্গাপুর পুলিশ। পুলিশ হোটেল মালিক অরবিন্দ ভগতর পরিবারের সদস্য ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে জানতে চায় কারওর সঙ্গে তার কোনও শত্রুতা ছিল কিনা৷ তা ব্যবসায়িক হোক বা ব্যক্তিগত। পুলিশের অনুমান হোটেলের পাশে আছে জাতীয় সড়ক৷ সেই পথ ধরে দুষ্কৃতীরা হোটেলে আসে এবং গুলি করে সেই পথ দিয়ে পালিয়ে যেতে পারে৷ তাই জাতীয় সড়কের নাকা চেকিং শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর যে হোটেল মালিক অরবিন্দ ভগত যথারীতি তার হোটেলের লবিতে বসে ছিলেন, এমন সময় হঠাৎ বন্দুকধারীরা হোটেলে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হোটেল ছাড়া অন্য ব্যবসা আছে অরবিন্দ ভগতের।এই ঘটনার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Published by:Uddalak B
First published:

Tags: Police