Home /News /west-bardhaman /
Paschim Bardhaman: হোমিওপ্যাথিতে ডিগ্রীর সুযোগ আসানসোলের কলেজ থেকে

Paschim Bardhaman: হোমিওপ্যাথিতে ডিগ্রীর সুযোগ আসানসোলের কলেজ থেকে

আসানসোলের বেঙ্গল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

আসানসোলের বেঙ্গল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এদেশের মেডিকেল পড়ুয়ারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। বেশিরভাগ পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে বাড়ি ফিরে এসেছেন।

  • Share this:

    আসানসোল, পশ্চিম বর্ধমান: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এদেশের মেডিকেল পড়ুয়ারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। বেশিরভাগ পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে বাড়ি ফিরে এসেছেন। দেশ ছেড়ে, বিদেশের মাটিতে পড়তে যাওয়ার কারণ হিসেবে তারা বলছেন, রাজ্যে মেডিকেল পড়ার জন্য আসনের অপ্রতুলতা। কিন্তু পশ্চিম বর্ধমান জেলার সরকারি কলেজ থেকে ডাক্তারি পড়ার সুযোগ রয়েছে। আপনি যদি হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সুযোগ পাবেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে অবস্থিত বেঙ্গল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে। • কোর্সের নাম একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হলে, আপনাকে ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিকেল অ্যান্ড সার্জারি (BHMS) ডিগ্রী হাসিল করতে হবে। আসানসোলের এই সরকারি কলেজ থেকে হোমিওপ্যাথি ডিগ্রী পেতে হলে, আপনাকে নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট দিতে হবে। তবেই আপনি এখানে ভর্তির সুযোগ পাবেন। এই কলেজে নিট না দিয়ে সরাসরি ভর্তি হওয়ার কোনও সুযোগ নেই। • ভর্তি প্রক্রিয়া বছরে একবার ছাত্র ভর্তি প্রক্রিয়া হয় এই কলেজে। বেঙ্গল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিট পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ভর্তি প্রক্রিয়া চালু হয়। এক্ষেত্রে যারা হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান বা বিএইচএমএস (BHMS) ডিগ্রী করতে চান, তাদের উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে। পাশাপাশি তাদের ৫০% নম্বর থাকতে হবে এবং নিট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়ারা এই মেডিকেল কলেজে ভর্তি হতে চান, তাদের আপাতত নিতে হবে নিট পরীক্ষার প্রস্তুতি। • কোর্সের মেয়াদ আসানসোলের বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি (BHMS) কোর্সের মেয়াদ সাড়ে চার বছর। তারপর এক বছর করতে হবে ইন্টার্নশিপ। তার মধ্যে ছয় মাস ইন্টার্নশিপ করতে হবে কলেজে, এবং বাকি ছয় মাস ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যাবে জেলা হাসপাতাল বা সাব ডিভিশনাল হাসপাতালে। উল্লেখ্য, অন্যান্য হোমিওপ্যাথি কলেজ কোর্সের মেয়াদ সাড়ে চার বছর। • হোস্টেল সুবিধা পড়ুয়াদের জন্য কলেজে রয়েছে হোস্টেলের ব্যবস্থা। ফলে দূরবর্তী পড়ুয়ারাও এই মেডিকেল কলেজ থেকে খুব সহজেই পড়াশোনা করতে পারবেন। আসানসোলের ইসমাইলে অবস্থিত এই বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। তবে এই কলেজে অনলাইনে ভর্তির কোনও সুযোগ নেই। • কোর্সের খরচ ও কাজের সুযোগ প্রসঙ্গত, আসানসোলের এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫০। সাড়ে চার বছরের কোর্স ফি বাবদ খরচ পড়বে প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা। ফি সেমিস্টার অনুযায়ী পড়ুয়াদের জমা করতে হবে। কোর্স শেষ হলে আপনি পাবেন বিভিন্ন হোমিওপ্যাথি হাসপাতালে কাজের সুযোগ। তাছাড়া সাধারণ প্রাক্টিশনার হিসেবে নিজের চেম্বার খুলতে পারবেন। বিএইচএমএস ডিগ্রী শেষ করে আপনার জন্য থাকছে উচ্চতর পড়াশোনার সুযোগও। • কলেজের সঙ্গে যোগাযোগের উপায় যদি ভর্তি হাওয়া বা কোর্সের সমন্ধে বিশদে জানতে চান, তাহলে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সমস্ত তথ্য পেতে পারেন। অথবা মেইল করতে পারেন মেডিকেল কলেজের এই মেইল আইডিতে। আরও বিশদে জানতে লগইন করতে পারেন সংস্থার এই ওয়েবসাইটে। কলেজের ঠিকানা - ISMILE, P.O. ASANSOLDIST - PASCHIM BURDWANSTATE - WEST BENGAL, PIN CODE - 713301 • ফোন নম্বর - 0341 - 2305851 (Principal), Co-ordinators - (Dr. Rohini Kumar Mandal- 7076288009) • মেইল আইডি - bhmchasansol713301@gmail.com • ওয়েবসাইট - http://bhmch.org/ Nayan Ghosh

    First published:

    Tags: Asansol, Paschim bardhaman

    পরবর্তী খবর