আসানসোল: একি বীভৎস কাণ্ড। মাঝ রাস্তায় চলছে লাঠি দিয়ে একের পর এক মার। রাস্তায় থাকা লোকজন হাঁ করে তাকিয়ে আছেন। জাতীয় সড়কের পাশে এমন ঘটনা রীতিমতো চমকে দেওয়ার মতো। বিশেষ করে প্রথম দেখায় চমকে উঠেছেন সকলে। আর ঘটনার গভীরে গিয়ে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল আসানসোলের শ্রীপুর ফাঁড়ি এলাকা।
জানা গিয়েছে, এক বৃহন্নলা চাঁদা মোড়ের রাস্তার পাশে বিরক্ত করছিলেন একের পর এক মানুষকে। কার্যত রাস্তা দিয়ে পার হওয়া সকলের কাছে তোলা তুলছিলেন তিনি। তার মধ্যেই সেখানে এসে হাজির হন অন্য দুজন বৃহন্নলা। তারপর তারা চেপে ধরে তাকে। প্রথমটায় মানুষজন ঘটনার কিছু বুঝতে পারেন নি। পরে দেখা গিয়েছে এক পুরুষ ভুয়ো বৃহন্নলা সেজে এমন কাণ্ড করছিলেন। ভুয়ো ওই বৃহন্নলাকে ধরতেই এসেছিলেন অন্য দুজন।
আরও পড়ুন: বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন আয়কর অফিসার, কেন অশান্তির আগুনে জ্বলছে মণিপুর?
আরও পড়ুন- রাস্তাতেই হাজার হাজার মানুষ ঘিরে ধরলেন অভিষেকের গাড়ি, পরের কাণ্ড চমকে দেবে
জানা গিয়েছে, এমন ঘটনা বেশ কিছুদিন ধরেই চলছিল। কিন্নর সংগঠন এই ঘটনার প্রতিবাদ করেছিল আগেই। স্থানীয় এলাকার মানুষকে সাবধান করে গিয়েছিলেন তাঁরা আশপাশে জানিয়ে গিয়েছিলেন, যদি এমন ঘটনা আবার সামনে আসে, তা হলে যেন তাদেরকে জানানো হয়। সেইমত এদিন এলাকার মানুষজন অভিযুক্ত বৃহন্নরার উৎপাত দেখে কিন্নর সংগঠনের সদস্যদের খবর দেন। তারা এই ঘটনাস্থলে এসে হাতেনাতে ধরেন ওই ভুয়ো বৃহন্নলাকে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, এদিন সংগঠনের সদস্যরা এসে প্রথমে ওই ভুয়ো বৃহন্নলাকে চেপে ধরেন। তারপর মাঝ রাস্তায় খুলে ফেলা হয় তার ভুয়ো পোশাক। বৃহন্নলা বেশে থাকা ওই পুরুষকে মারধর করা হয। এই ঘটনা দেখে রাস্তায় দাঁড়িয়ে যান অনেকে। প্রথমে আসল ঘটনা না বুঝতে পারলেও, পরে সকলের কাছে ভুয়ো বৃহন্নলা মেলার কাণ্ড কারখানা সামনে এসেছে। যা দেখে অবাক মানুষজন।
এ বিষয়ে সুনীতা কিন্নর জানিয়েছেন, এর আগেও তিনি এই ধরনের ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করেছিলেন। সাধারণ মানুষকে সচেতন করেছিলেন সেই সূত্র ধরেই এদিন তিনি পুরুষের বৃহন্নলা সেজে লোক ঠকানোর কাণ্ড কারখানা জানতে পারেন এবং তার বিরুদ্ধে তিনি পদক্ষেপ করেছেন। পাশাপাশি তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। তার মত, অনেক পুরুষ ভুয়ো বৃহন্নলা সেজে এইভাবে মানুষকে অতিষ্ঠ করে তুলছেন। তোলা তুলছেন। একই সঙ্গে তিনি বৃহন্নলাদের কী কাজ, সেই বিষয়টিও তুলে ধরেছেন। পাশাপশি তার মন্তব্য, এর পিছনে বড় কোনও চক্র রয়েছে। যার তদন্ত করা উচিত প্রশাসনের।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime