আসানসোল, পশ্চিম বর্ধমান : কয়লা পাচার কাণ্ডে সিবিআই-এর জালে কেন্দ্রীয় সংস্থার ২ কর্মী। এঁদের একজন ECL অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের প্রাক্তন আধিকারিক। অপরজন সিআইএসএফের ইন্সপেক্টর। দুজনকেই জেরার জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। পরে তাঁদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সংস্থার দুই কর্মীকে গ্রেফতারের পর শুক্রবার তাঁদের তোলা হয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। সেখানে বিচারক অভিযুক্তদের চার দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সূত্র মারফত জানা গিয়েছে, দুই অভিযুক্তের বিরুদ্ধে কয়লা পাচারে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। ইসিএল-এর প্রাক্তন অধিকর্তা সুনীল কুমার ঝা এবং সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ সিংহ কয়লা পাচারে প্রোটেকশন মানি নিয়েছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের জেরা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। পরে তাঁদের গ্রেফতার করেছে সিবিআই।
সূত্রের খবর, জেরার সময় দুজনের নাম উঠে এসেছিল। তারপরেই তদন্তের স্বার্থে তাদের ডেকে পাঠানো হয়। বৃহস্পতিবার গ্রেফতারের পর শুক্রবার তাদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। দুই অভিযুক্তের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কয়লা কাণ্ডে এই প্রথম কেন্দ্রীয় সংস্থার হাতে কেন্দ্রীয় সংস্থার কর্মীদের গ্রেফতারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। কয়লা কাণ্ডের গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
নয়ন ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI