হোম /খবর /পশ্চিম বর্ধমান /
রোগীদের লাইনে উনি কে? চমকে যাওয়া দৃশ্য দেখেই তুমুল শোরগোল দুর্গাপুরে

Durgapur News: রোগীদের লাইনে উনি কে? চমকে যাওয়া দৃশ্য দেখেই তুমুল শোরগোল দুর্গাপুরে

X
title=

Durgapur News: হাসপাতালের আউটডোরে রোগীদের লাইনে হঠাৎ কে হাজির হলেন তা নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়াল হাসপাতালে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা হাসপাতাল তুমুল শোরগোল। হাসপাতালের আউটডোরে রোগীদের লাইনে হঠাৎ কে হাজির হলেন, তা নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়াল হাসপাতালে। দেখা গেল সাধারণ রোগীদের সঙ্গে লাইন দিয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে হাজির হয়েছেন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাধারণ রোগীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করাতে দেখা গেল।

 

একই সঙ্গে পঞ্চায়েত মন্ত্রীর গলায় শোনা গেল সরকারি চিকিৎসা পরিষেবার সুনাম। এদিন পঞ্চায়েত মন্ত্রীর মুখে রাজ্যের সরকারি হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা নিয়ে ব্যাপক সুনাম শোনা গিয়েছে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে বর্তমানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। বর্তমানে রাজ্যের সরকারি হাসপাতাল গুলি উন্নতমানের পরিষেবা দিচ্ছে। যেখানে বেসরকারি বড় হাসপাতালগুলি রোগীকে সুস্থ করার আশা ছেড়ে দিচ্ছে, সেখানে সরকারি হাসপাতালে চিকিৎসা পেয়ে অনেক রোগীর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

তিনি আরও বলেছেন, অনেক রোগীর পরিবার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। কিন্তু রোগীকে সুস্থ করতে পারছেন না। অবশেষে সরকারি হাসপাতালে চিকিৎসায় তারা সুস্থ হতে পারছেন। তাই সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার ওপর ভরসা রাখার আবেদন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।

এদিন সাধারণ রোগীদের সঙ্গে লাইন দিয়ে চিকিৎসা করিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানিয়েছেন, কয়েকদিন ধরে দলীয় কর্মসূচির জন্য কর্মীদের সঙ্গে রোদে রোদে বাইরে ঘুরেছেন। তাই কিছুটা অসুস্থ বোধ করছেন তিনি। সেজন্য চিকিৎসা করাতে এসেছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তবে তিনি ভিআইপি পরিষেবা না নিয়ে, একজন সাধারণ মানুষের মতোই আউটডোরে রোগীদের সঙ্গে লাইন দিয়ে চিকিৎসা করিয়েছেন।

আরও পড়ুন, দেশের ৮ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার অ্যাকাউন্ট এখানে নেই তো

আরও পড়ুন, চ্যাট-কল লিস্ট, সব রহস্য কি প্রবীরের মোবাইলে লুকিয়ে, উত্তর খুঁজছে CBI

ডাক্তার দেখিয়ে বেরোনোর পথে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। চাইলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ রয়েছে সকলের কাছে। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আগে, সরকারি হাসপাতালগুলির ওপর ভরসা রাখার আবেদন জানিয়েছেন মন্ত্রী।

Nayan Ghosh

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Hospital