দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : এই ছবি হাড়হিম করা। সকাল থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন এলাকার মানুষ। আর কাছে গিয়ে যেটা দেখলেন, তাতে আতঙ্কে আঁতকে উঠলেন সকলে। পরক্ষণেই খবর গেল পুলিশের কাছে। আর পুলিশ এসে দুর্গাপুর ইস্পাত পল্লীর জঙ্গল থেকে যা উদ্ধার করল, তা দেখে হাড়হিম হওয়ার জোগাড়৷ উদ্ধার হল একটি নর কঙ্কাল। উদ্ধার হয়েছে একটি খুলি এবং বেশ কিছু হাড় – কঙ্কালও। কঙ্কালের পাশেই পড়েছিল শাখা, পলা, শাড়ি। এই ঘটনার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের অন্তর্গত ইস্পাত পল্লীর জঙ্গলে দুর্গন্ধ পাচ্ছিলেন আশপাশের মানুষজন। তখনই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে নরকঙ্কালটি উদ্ধার করেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই কঙ্কালটি কোনও মহিলার মৃতদেহের শেষাংশ। কঙ্কালের পাশ থেকে উদ্ধার হওয়া শাখা, পলা এবং শাড়ি দেখে তেমনটাই অনুমান। যদিও জঙ্গলের মাঝে নরকঙ্কাল কীভাবে এল তা ভাবাচ্ছে তদন্তকারীদের। বেশ কিছুদিন ধরে এলাকার এক মহিলা নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া নরকঙ্কালটি তাঁরও হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তথ্য জোগাড় করতে নেমে পড়েছে পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সরস্বতী যাদব বিগত ২২ দিন ধরে নিখোঁজ। তাঁর পরিবারের পক্ষ থেকে বি জোন ফাঁড়িতে একটি মিসিং ডায়েরি করা হয়েছিল। ২২ দিন পরে জঙ্গলে উদ্ধার হওয়া এই নর কঙ্কালটি তারই মৃতদেহ বলে মনে করছেন অনেকে। বিশেষ করে উদ্ধার হওয়া শাড়িটি দেখে সেই অনুমান আরও গাঢ় হচ্ছে। নিখোঁজ মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কোনও কারণে জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান। তবে উদ্ধার হাওয়া নর কঙ্কালটি সরস্বতী যাদবেরই কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখছে বি জোন ফাঁড়ির পুলিশ।
নয়ন ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।