#কাঁকসা, পশ্চিম বর্ধমান: কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় গোপালপুর এলাকায় ২২ নম্বর সংসদে নিকাশি নালার নির্মানের সূচনা করা হল। এদিন সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় ১৮০ মিটার নিকাশি নালার নির্মাণ কাজের সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জয়জিত মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ও এলাকার বিশিষ্টজনেরা।
কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল জানিয়েছেন, বর্ষা দোড়গোড়ায় এসে গিয়েছে। প্রতিবছর বর্ষার সময় নিকাশি নালার জল রাস্তার ওপরে জমে যেত ফলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। এলাকার মানুষের একটা দাবি ছিল, তাদের এলাকায় দ্রুত নিকাশি নালার নির্মাণ করার জন্য। এলাকাবাসীর আবেদন মেনে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় দ্রুত নিকাশি নালার নির্মাণের কাজ এদিন থেকেই শুরু করা হয়েছে। যার আনুমানিক খরচ পড়বে প্রায় তিন লক্ষ টাকা। পুরো খরচ বহন করছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুন: আফগানি, তান্দুরি, আরও কত কী! ২০ স্বাদের মোমো মিলছে 'এই' দোকানে, ঠিকানা জেনে নিন...
উল্লেখ্য, গোপালপুর পঞ্চায়েত এলাকার ২২ নম্বর সংসদ এলাকায় নিকাশি ব্যবস্থা তৈরীর প্রয়োজন ছিল অনেকদিন ধরেই। কারণ এই এলাকাটি অপেক্ষাকৃত নিচু জায়গায় অবস্থিত। ফলে অন্যান্য এলাকার জল এসে জমে যায় ২২ নম্বর সংসদ এলাকায়। ফলে সেখানে জল জমে অসুবিধার সম্মুখীন হন স্থানীয় মানুষজন। অতি ভারী বৃষ্টিপাত হলে অনেক সময় ঘরে জল ঢুকে যায়। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে স্থানীয়রা দাবি জানিয়েছিলেন। অবশেষে সেই কাজ শুরু হয়েছে। তবে বর্ষা ঢুকে যাওয়ার পর এই কাজ শুরু হওয়ায় কিছুটা আশঙ্কিত স্থানীয়রা।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Bardhaman