দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : রাত পোহালে এই রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিশেষ করে নজর দেওয়া হয়েছে নজরদারির দিকে। তাছাড়া পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের ঢুকতে দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তবে এসবের মধ্যেই ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই পরীক্ষা উপলক্ষে আগের দিন বুধবার পরীক্ষা কেন্দ্রগুলিতে তৎপরতা তুঙ্গে। তেমনি ছবি ধরা পড়ল দুর্গাপুরে।
চলতি বছরের দুর্গাপুরে মোট ৪৩ টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। যার মধ্যে মেন্ সেন্টার রয়েছে ১৩ টি। চলতি বছর ৯০০০ এর বেশি কিছু পড়ুয়া দুর্গাপুর মহকুমা থেকে মাধ্যমিক পরীক্ষায় বসছেন। যদিও সংখ্যাটা গত বছরের তুলনায় অনেকটা কমেছে। যার ফলে কিছুটা তরজা শুরু হয়েছে। তবে যে সংখ্যক পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন, তার জন্য প্রশাসনিক স্তরে সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে দুর্গাপুরের একটি স্কুলে দেখা গিয়েছে, বেঞ্চে চলছে রেল নাম্বার চেটানোর কাজ। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে নজরদারির স্বার্থে। তাছাড়া মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ ইত্যাদি দফতর গুলির সঙ্গে প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারির জন্য থাকবেন পুলিশ কর্মীরাও। বিশেষভাবে পরিবহন সংস্থাগুলিকে আবেদন করা হয়েছে বেশি সংখ্যক বাস চালানোর জন্য। যাতে করে পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রের পৌঁছতে পারেন। সেজন্য আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে পরীক্ষার আগে চরম প্রস্তুতি দেখা গিয়েছে দুর্গাপুরে।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik Exam