হোম /খবর /পশ্চিম বর্ধমান /
কর্ণাটকে দুরন্ত জয় হাত শিবিরের! দুর্গাপুরের রাস্তায় উড়ল সবুজ আবির

Bardhaman News : কর্ণাটকে দুরন্ত জয় হাত শিবিরের! দুর্গাপুরের রাস্তায় উড়ল সবুজ আবির

X
দুর্গাপুরে [object Object]

Bardhaman News: দুর্গাপুরের রাস্তায় কংগ্রেস সমর্থকদের আবির খেলা!

  • Share this:

পশ্চিম বর্ধমান : কর্নাটকে দুরন্ত জয় লাভ। তার উচ্ছ্বাস এসে পড়ল শিল্প জেলার দুর্গাপুরে। কর্ণাটকে হাত শিবিরের বিজয় রথের দাপটে সেলিব্রেশন হল পশ্চিম বর্ধমান জেলায়। সুদূর দক্ষিণ ভারতে যখন বিজেপিকে ধরাশায়ী করেছে কংগ্রেস, তখন সেই আনন্দে মেতে উঠেছেন দলের কর্মী সমর্থকরা। সকাল থেকে চলছিল অপেক্ষা। বেলা যত গড়িয়েছে, ততই আসন সংখ্যা বেড়েছে কংগ্রেসের। বিজেপিকে নিরাশ করে একাধিক আসনে জয়লাভ হয়েছে হাত-শিবিরের। ফলাফলের ট্রেন্ড জয়ের কাছাকাছি পৌঁছতেই উচ্ছাস উদযাপনের রাস্তায় নেমে পড়েছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।

কংগ্রেসের নেতাকর্মীরা এই উচ্ছ্বাসকে একেবারেই অন্য চোখে দেখছেন। বিশেষ করে আগামী বছর যখন লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে কর্নাটকে কংগ্রেসের জয় লাভ বিজেপির কাছে একটা ধাক্কা বলা যেতে পারে। মেঘালয়ের পরে কর্নাটকের মতো একটি রাজ্যে কংগ্রেসের জয়লাভ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে দলের কর্মী সমর্থকরা এই জয়ের অন্যতম কান্ডারী মনে করছেন রাহুল গান্ধীকে। তাদের দাবি, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রাহুল গান্ধির যে ভারত জোড়ো যাত্রা, তার ফলাফল কর্নাটকে হাতেনাতে পেল কংগ্রেস।

আরও পড়ুন:  নড়ে উঠছে চটের বস্তা! কাছে যেতেই বেরিয়ে এল মোহন!

উল্লেখ্য, কর্নাটকের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে পাখির চোখ ছিল সমস্ত দলগুলির। বিশেষ নজর রেখেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিগত নির্বাচনে ফলাফলের পর জেডিএস এর সঙ্গে হাত মিলিয়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। যদিও কুমারস্বামী সরকার পাঁচ বছর পূরণ করতে ব্যর্থ হয়। কর্নাটকের রাশ চলে যায় বিজেপির হাতে। তবে এই নির্বাচনে কংগ্রেস অনেকখানি পিছনে ফেলে দিয়েছে বিজেপিকে। তার থেকেও পিছনে রয়েছে জেডিএস। স্বাভাবিকভাবেই কর্নাটকে কংগ্রেসে ফলাফলে গোটা দেশের দলীয় কর্মীদের উজ্জীবিত করেছে। তারই রেশ এদিন দেখা গিয়েছে দুর্গাপুরে।

Nayan Ghosh

Published by:Piya Banerjee
First published:

Tags: Bardhaman news, Election, Karnataka