পশ্চিম বর্ধমান : এবার ভূতের রাজার বর পেল শহর দুর্গাপুরও। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি এবার ইস্পাত নগরীতে। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সত্যজিৎ রায় সরণিতেই থাকবেন ভূতের রাজা। হীরক রাজ এবার শাসন করবেন শিল্পনগর এর খাদ্যপ্রেমিক মানুষকে। কারণ সম্প্রতি দুর্গাপুরে খুলে গিয়েছে ‘ভূতের রাজা দিল বর’ নামের বিখ্যাত রেস্টুরেন্ট চেনের একটি আউটলেট।
শহর দুর্গাপুরের রসনা তৃপ্তির জন্য একাধিক রেস্টুরেন্ট, হোটেল থাকলেও, সেই অর্থে বাঙালি রেস্টুরেন্টের তকমা দেওয়া তেমন কোন খাদ্য স্বর্গের ঠিকানা ছিল না। কিন্তু নতুন এই রেস্টুরেন্ট শহরবাসীর সেই আক্ষেপ পূরণ করতে পারবে বলেই আশা করা হচ্ছে। কারণ এই রেস্টুরেন্টের বাঙালি থালি বারবার কাছে টানে ভোজন প্রেমিক মানুষকে।
আরও পড়ুন: বাজারে হু-হু করে বাড়ছে আলুর দাম! নিয়ন্ত্রণে আনতে হিমঘরের নয়া নিয়ম! জানুন
প্রসঙ্গত, বছরখানেক আগে সস্তার থালি গ্রাহকদের জন্য অফার করে সংবাদের শিরোনামে এসেছিল এই রেস্টুরেন্ট চেন। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় এই রেস্টুরেন্ট রয়েছে। সব জায়গাতেই গ্রাহকদের ভিড় লেগে থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা – সবসময়ই বাঙালির প্রিয় খাবার দিয়ে সাজানো থাকে এই রেস্টুরেন্টের থালি। দামও ধরা ছোঁয়ার মধ্যে। যে কারণে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই রেস্টুরেন্ট চেন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এবার সেই রেস্টুরেন্টের নতুন আউটলেট খুলেছে শহর দুর্গাপুরে।
আরও পড়ুন:
ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টগুলি মূলত সাজানো হয় সত্যজিৎ রায়ের তৈরি ছবির থিম দিয়ে। শহর দুর্গাপুরের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এই রেস্টুরেন্টে ঢুকে ভূতের রাজার দেখা তো আপনি পাবেনই। সঙ্গে রয়েছেন হীরক রাজও। রেস্টুরেন্টের আনাছে-কানাচে রয়েছে সত্যজিৎ রায়ের ছোঁয়া। বাংলার মানিকের থিমে সাজানো এই রেস্টুরেন্টের আম্বিয়েন্স যেমন মন মুগ্ধকর, তেমনি সুস্বাদু এই রেস্টুরেন্টের সমস্ত খাবারগুলিও। শহরের সত্যজিৎ রায় সরণিতে সত্যজিৎ রায়ের ১০৩ তম জন্মদিনে খুলে দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টের দরজা। তাই আর অপেক্ষা কিসের? এবার আপনিও যে কোনদিন ভূতের রাজার দেখা পেতে আর সঙ্গে রসনা তৃপ্তির মজা নিতে ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্ট থেকে।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman news, Durgapur