হোম /খবর /পশ্চিম বর্ধমান /
খোঁজও নেননি বড় ছেলে! রোদে ঘুরে ঘুরে ক্লান্ত বৃদ্ধা, অবশেষে যা হল outpost police

Asansol News: খোঁজও নেননি বড় ছেলে! রোদে ঘুরে ঘুরে ক্লান্ত বৃদ্ধা, অবশেষে যা হল

X
আশা [object Object]

Asansol News: বাড়ি থেকে বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলেন আশা মল্লিক

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    আসানসোল: সব থেকেও তিনি যেন নিঃস্ব। ঘর আছে। আছেন দুই ছেলে। অথচ মা রাস্তায় ঘুরছিলেন সর্বহারাদের মতো। তীব্র গরমে যখন মানুষজন বাইরে বেরোতে ভয় পাচ্ছিলেন, তখন রাস্তায় রাস্তায় ঘুরে দিন কাটছিলেন বৃদ্ধা আশা দেবীর। গিয়েছিলেন বড় ছেলের বাড়ি। কিন্তু তাঁর বড় ছেলের আর সময় হয়নি ভাইয়ের বাড়িতে মাকে পৌঁছে দেওয়ার।

    বাড়ি থেকে বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলেন আশা মল্লিক। তীব্র গরমে কুলটির চৌরঙ্গী ফাঁড়ি এলাকায় অসহায়ের মত রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। অবশেষে আশা দেবীর দিকে চোখ যায় পুলিশের। পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিয়েছেন।

     

    উদ্ধার করে শুধু বাড়িতে ফিরিয়ে দেওয়া নয়। মাঝে আছে আরও গল্প। রাস্তা থেকে আশা দেবীকে উদ্ধার করে পুলিশ কর্মীরা প্রথমে নিয়ে আসেন চৌরঙ্গি ফাঁড়িতে। তারপর সেখানে প্রাথমিকভাবে তার খাবার এবং জলের ব্যবস্থা করা হয়। শরীরে থাকা জীর্ণ কাপড়ের বদলে ব্যবস্থা করা হয় নতুন বস্ত্রের। তারপর বৃদ্ধার কাছে পুলিশ কর্মীরা জানতে পারেন তাঁর ছেলের নাম। এরপর সেই ঠিকানা খুঁজে অ্যাম্বুলেন্সে করে ওই বৃদ্ধাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বৃদ্ধার ছোট ছেলের কাছে আবেদন জানানো হয়েছে, তিনি যেন এই অসহায় মায়ের দিকে একটু নজর দেন।

    জানা গিয়েছে, আশা মল্লিক চৌরঙ্গী ফাঁড়ি এলাকার মল্লিক লালবাজার এলাকার বাসিন্দা। বয়স হয়েছে অনেকটাই। তার বড় ছেলে থাকেন অন্য জায়গায়। সেখানে গিয়েছিলেন তিনি। তবে বড় ছেলে তাঁকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাননি। সেখান থেকে একাই বেরিয়েছিলেন। তারপর রাস্তায় বেরিয়ে গত দুদিন ধরে তীব্র গরমে ঘুরেছেন। রাস্তায় পড়ে থেকেছেন সর্বহারাদের মত।

    আরও পড়ুন,  আর মাত্র দেড় মাস! বিরল অবস্থানে যাচ্ছে শনি, ৫ রাশি এখনই সতর্ক হয়ে যান

    আরও পড়ুন, পাখির চোখ লোকসভা! ২৪-এর আগে বিরোধী ঐক্যে শান, সোমবার দুপুরেই মমতা-নীতীশ সাক্ষাৎ

    অন্যদিকে ওই বৃদ্ধার ছোট ছেলের স্ত্রী জানিয়েছেন, তিনি ঘরে থাকতে চান না। যখন তখন বেরিয়ে যান। যদিও স্থানীয়রা বলছেন, ওই বৃদ্ধার দুই ছেলের কেউই আর মায়ের দায়িত্ব নিতে চান না। তবে পুলিশের উদ্যোগে উদ্ধার করা গিয়েছে ওই মহিলাকে। আশা দেবীকে ফিরিয়ে দেওয়া গিয়েছে তাঁর বাড়িতে।

    Nayan Ghosh

    First published:

    Tags: Asansol