আসানসোল: রাজু ঝাঁ খুনের পর প্রথম প্রকাশ্যে এলেন বহু চর্চায় থাকা আব্দুল লতিফ। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত ইলামবাজারের ব্যবসায়ী রাজু ঝাঁ খুনের পর থেকে আরও বেশি চর্চায় ছিলেন। যদিও তার হদিস ছিল না। তবে এদিন বৃহস্পতিবার গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন আব্দুল লতিফ।
আদালতে সওয়াল জবাব চলার পর বিচারক তাকে বেশ কিছু শর্তের ভিত্তিতে জামিন দিয়েছেন। আদালত থেকে যখন আব্দুল লতিফ বেরিয়ে যাচ্ছিলেন, তখনই সংবাদ মাধ্যম ঘিরে ধরে তাকে। বারবার প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, রাজু ঝাঁ খুনের ঘটনার দিন তিনি সেখানে কী করছিলেন? কেন রাজু খুন হওয়ার পর থেকে তিনি আর প্রকাশ্যে আসেন নি? তবে এসব কোনও প্রশ্নের উত্তর না দিয়ে পুলিশের সহযোগিতায় গাড়িতে উঠে আদালত চত্বর ছাড়েন লতিফ।
উল্লেখ্য, গরু পাচার মামলায় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন আব্দুল লতিফ। তবে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। সেই মোতাবেক সওয়াল জবাব চালিয়ে যান লতিফের আইনজীবী। অবশেষে আসানসোলের বিশেষ সিবিআই আদালত বেশ কিছু শর্তের ভিত্তিতে তাকে জামিন দিয়েছে।
আরও পড়ুন, আধার কার্ডের ছবি অপছন্দ? নিমেষে করে ফেলুন চকচকে, সুন্দর ছবি! রইল এই টিপসগুলি
আরও পড়ুন, মাছের পেটের মধ্যে এ কী নড়ছে, পরের কাণ্ড আপনাকে সত্যি চমকে দেবে
আব্দুল লতিফকে নির্দেশ দেওয়া হয়েছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। একইসঙ্গে ১৫ হাজার টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারক জানিয়ে দিয়েছেন, জামিনের কার্যকালের মধ্যে তার নাম যেন কোনওভাবে অন্য কোন মামলায় না জড়ায়। যতদিন পর্যন্ত না এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট নতুন কোনও নির্দেশ দিচ্ছে, ততদিন এই জামিন বহাল থাকবে বলে আদালত সূত্রে খবর।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol