হোম /খবর /পশ্চিম বর্ধমান /
অবশেষে প্রকাশ্যে আব্দুল লতিফ! রাজু ঝাঁ খুনের প্রসঙ্গ উঠতেন যা বললেন তিনি

Asansol News: অবশেষে প্রকাশ্যে আব্দুল লতিফ! রাজু ঝাঁ খুনের প্রসঙ্গ উঠতেন যা বললেন তিনি

X
আদালত [object Object]

Asansol News: বৃহস্পতিবার গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন আব্দুল লতিফ

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আসানসোল: রাজু ঝাঁ খুনের পর প্রথম প্রকাশ্যে এলেন বহু চর্চায় থাকা আব্দুল লতিফ। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত ইলামবাজারের ব্যবসায়ী রাজু ঝাঁ খুনের পর থেকে আরও বেশি চর্চায় ছিলেন। যদিও তার হদিস ছিল না। তবে এদিন বৃহস্পতিবার গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন আব্দুল লতিফ।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জামিন পেয়ে গিয়েছেন তিনি। তাকে সামনে পেয়ে রাজু ঝাঁ প্রসঙ্গে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা। কিন্তু রাজু প্রসঙ্গ কানেই তুললেন না তিনি। কার্যত সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পুলিশি নিরাপত্তায় ছাড়লেন আদালত চত্বর। এদিন বৃহস্পতিবার কাকভরে আদালত চত্বরে এসে হাজির হন আব্দুল লতিফ। সঙ্গে আসেন তার আইনজীবী। বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন।

আদালতে সওয়াল জবাব চলার পর বিচারক তাকে বেশ কিছু শর্তের ভিত্তিতে জামিন দিয়েছেন। আদালত থেকে যখন আব্দুল লতিফ বেরিয়ে যাচ্ছিলেন, তখনই সংবাদ মাধ্যম ঘিরে ধরে তাকে। বারবার প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, রাজু ঝাঁ খুনের ঘটনার দিন তিনি সেখানে কী করছিলেন? কেন রাজু খুন হওয়ার পর থেকে তিনি আর প্রকাশ্যে আসেন নি? তবে এসব কোনও প্রশ্নের উত্তর না দিয়ে পুলিশের সহযোগিতায় গাড়িতে উঠে আদালত চত্বর ছাড়েন লতিফ।

উল্লেখ্য, গরু পাচার মামলায় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন আব্দুল লতিফ। তবে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। সেই মোতাবেক সওয়াল জবাব চালিয়ে যান লতিফের আইনজীবী। অবশেষে আসানসোলের বিশেষ সিবিআই আদালত বেশ কিছু শর্তের ভিত্তিতে তাকে জামিন দিয়েছে।

আরও পড়ুন, আধার কার্ডের ছবি অপছন্দ? নিমেষে করে ফেলুন চকচকে, সুন্দর ছবি! রইল এই টিপসগুলি

আরও পড়ুন, মাছের পেটের মধ্যে এ কী নড়ছে, পরের কাণ্ড আপনাকে সত্যি চমকে দেবে

আব্দুল লতিফকে নির্দেশ দেওয়া হয়েছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। একইসঙ্গে ১৫ হাজার টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারক জানিয়ে দিয়েছেন, জামিনের কার্যকালের মধ্যে তার নাম যেন কোনওভাবে অন্য কোন মামলায় না জড়ায়। যতদিন পর্যন্ত না এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট নতুন কোনও নির্দেশ দিচ্ছে, ততদিন এই জামিন বহাল থাকবে বলে আদালত সূত্রে খবর।

Nayan Ghosh

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Asansol