আসানসোল: দিল্লি নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। এতোদিন আসানসোলের বিশেষ সংশোধনাগারে বন্দি ছিলেন দাপুটে এই তৃণমূল নেতা। কয়েকদিন আগেই তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। এখন রাতারাতি যেন চিত্রটাই পালটে দিয়েছে আসানসোল সংশোধনাগারের।
এতোদিন সংশোধনাগারের বাইরে অনুব্রত মণ্ডলের জন্য বিগত কয়েক মাস ধরে ছিল সংবাদমাধ্যমের ভিড়, কড়া নিরাপত্তা ব্যবস্থা, সিবিআই-ইডি আধিকারিকদের আনাগোনা লেগেই ছিল। এখন অনুব্রত যেতেই সেই ভিড় উধাও। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁকে বীরভূম থেকে আনা হয়েছিল আসানসোলের বিশেষ সংশোধনাগারে। বিগত কয়েক মাস ধরে সেখানেই বন্দি ছিলেন তিনি।
যদিও কয়েকদিনের জন্য অন্য একটি মামলায় দুবরাজপুর নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তবে এর মধ্যেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। জেরা করার জন্য তাঁকে নিয়ে বিস্তর জলঘোলা, টানাপোড়নের পর দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। আর তারপরেই আসানসোলের বিশেষ সংশোধনাগার যেন আবার এক লহমায় আগের অবস্থাতেই ফিরে গিয়েঠছে।
সূত্র মারফত জানা গিয়েছে, আসানসোলের সংশোধনাগারের হসপিটাল রুমে রাখা হয়েছিল তৃণমূলের এই দাপুটে নেতাকে। আসানসোল জেলে থাকাকালীন অনুব্রত মণ্ডলের খাবারের মেনু সহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষজনের উৎসাহ ছিল তুঙ্গে। অহরহ বেজে উঠছিল সংশোধনাগারের ল্যান্ডলাইন। যা নিয়ে কিঞ্চিত বিরক্ত হত জেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন, ED-CBI-কেই দায়িত্ব নিতে হবে, অনুব্রত প্রসঙ্গে এ কী বললেন শতাব্দী! তুঙ্গে জল্পনা
আরও পড়ুন, ৬ দিনে সাড়ে ৬ কোটি! দিল্লি গিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল? চলে এল বিস্ফোরক তথ্য
তাছাড়াও অনুব্রত মণ্ডলকে জেরা করতে সিবিআই-ইডি আধিকারিকদের আনাগোনা, আদালতে নিয়ে যাওয়া, সংবাদমাধ্যমের ভিড়, হাসপাতালে মেডিক্যাল চেকআপ করাতে নিয়ে যাওয়ার জন্য কড়া পুলিশের নিরাপত্তার ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলি মিলিয়ে আসানসোল সংশোধনাগারে সবসময়ে ব্যস্ততা তুঙ্গে থাকত। এখন অনুব্রতহীন আসানসোল সংশোধনাগার ফের চলে এসেছে আগের অবস্থাতেই।Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mandal, Anubrata Mondal, CBI