হোম /খবর /পশ্চিম বর্ধমান /
৩ মাসে বদলে গেল সব, অনুব্রতর শরীর জানিয়ে দিল, বেজায় বিপদে তিনি!

Anubrata Mondal: ৩ মাসে বদলে গেল সব, অনুব্রতর শরীর জানিয়ে দিল, বেজায় বিপদে তিনি!

কেমন আছেন অনুব্রত?

কেমন আছেন অনুব্রত?

Anubrata Mondal: আসানসোল সংশোধনাগারে থাকাকালীন ধাপে ধাপে ওজন কমছে অনুব্রত মণ্ডলের।

  • Share this:

আসানসোল: জেলে থাকাকালীন ওজন কমলো বীরভূমের কেষ্টর। গত তিন মাসে ওজন কমেছে ৯ কেজি, জেলে আসার পর ওজন মোট ২৪ কেজি কমেছে। আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর জানাল চিকিৎসক।

আসানসোল সংশোধনাগারে থাকাকালীন ধাপে ধাপে ওজন কমছে অনুব্রত মণ্ডলের। কেষ্টর তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা হল সোমবার আসানসোল জেলা হাসপাতালে। ফিসচুলার সমস্যা নিয়ে জেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগে এসেছিলেন অনুব্রত মণ্ডল। জেল থেকে বের হওয়ার সময় এবং হাসপাতালে ঢোকার পথে তিনি সংবাদ মাধ্যমকে জানান শারীরিক অবস্থা তার ভালো না। প্রায় এক ঘন্টা ধরে হাসপাতালে ইমার্জেন্সির পাশে স্পেশাল অবজারভেশন রুমে তার স্বাস্থ্য পরীক্ষা হয়।

আরও পড়ুন: এত বড় মাছ জীবনে দেখেননি! কাতলা মাছের এই সাইজ! যা মিলল, আকাশ থেকে পড়তে হবে!

হাসপাতাল সুপার ইনচার্জ উত্তম কুমার রায় বলেন এই মুহূর্তে ওনাকে ভর্তি করার মত ইমারজেন্সি নেই। বা উনি নিজেও ভর্তির ব্যাপারে কিছু বলেননি। ফিসচুলা রাপচার হয়েছিল। তা ঠিক করে দেওয়া হয়েছে। বাকি সবই নরমাল রয়েছে। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের ওজন ৯১ কেজি। শরীরের সুগারের পরিমাণ ১১১ মিলিগ্রাম। প্রেসার ১৩০/ ৮০। পালস রেট ৮৩। অক্সিজেন স্যাচুরেশন ৯৯।

আরও পড়ুন: আর মিস হবে না ট্রেন, বড় সুখবর দিল রেল! কোটি কোটি যাত্রীর মুখে চওড়া হাসি

অর্থাৎ নভেম্বর মাসে যখন অনুব্রত মণ্ডল এসেছিলেন তখন তার ওজন ছিল ১০০ কেজি অর্থাৎ এই তিন মাসে আরো ৯ কেজি ওজন তার কমেছে। অগাস্ট মাসে তিনি যখন প্রথম এসেছিলেন তখন ওজন ছিল ১১৫ কেজি। অর্থাৎ জেলে আসার পর মোট ২৪ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের।

Published by:Suman Biswas
First published:

Tags: Anubrata Mondal, Cow Smuggling Case, West Bengal news