হোম /খবর /পশ্চিম বর্ধমান /
অন্ডালে নতুন করে ধস, নেপথ্যের ঘটনা কী? উঠছে পুনর্বাসনের দাবিও 

West Burdwan News : অন্ডালে নতুন করে ধস, নেপথ্যের ঘটনা কী? উঠছে পুনর্বাসনের দাবিও

X
অন্ডালে [object Object]

রানীগঞ্জে ধস কবলিত এলাকাগুলি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আবার নতুন করে আতঙ্ক অন্ডালে। অন্ডালের ধান্ডারডিহি এলাকায় নতুন করে বিশাল এলাকা জুড়ে নেমেছে ধস।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#অন্ডাল: রানীগঞ্জে ধস কবলিত এলাকাগুলি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আবার নতুন করে আতঙ্ক অন্ডালে। অন্ডালের ধান্ডারডিহি এলাকায় নতুন করে বিশাল এলাকা জুড়ে নেমেছে ধস। যে ধস ভয় ধরাচ্ছে গ্রামবাসীদের মনে। তারা আশঙ্কা করছেন বড়সড় বিপদের। দাবি তুলছেন, দ্রুত পুনর্বাসনের, নয়তো গ্রামকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে। গ্রামবাসীদের অনেকেই অভিযোগ তুলছেন, অবৈধ খননের ফলে বারবার নামছে ধস।

আরও পড়ুন- চপ, তাও আবার সুগার ফ্রি! সাগরের আজব আবিষ্কারে তোলপাড় বাংলা, কীভাবে তৈরি হয় জানেন!

প্রসঙ্গত, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ, অন্ডাল, পাণ্ডবেশ্বর এবং কুলটি সহ বিভিন্ন এলাকাগুলিতে চলে কয়লা উত্তোলন। মূলত কয়লা উত্তোলনের কাজ চালায় ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড অর্থাৎ ইসিএল। নিয়ম রয়েছে কয়লা উত্তোলন হয়ে গেলে সেই ফাঁকা জায়গা ভরাট করে দেওয়ার। তবে তা সত্ত্বেও বারবার একাধিক জায়গায় ধস নামে। বিশেষ করে রানীগঞ্জের ধ্বস কবলিত এলাকাগুলি দেখলে আপনার মনে ভয় ধরবে।

আরও পড়ুন- সপরিবারে বেড়াতে গিয়েছিলেন, শেষে এই পাথরের খাদানে মিলল ৪ দেহ! হাড়হিম ঘটনা আসানসোলে

যোশীমঠের ঘটনার পর রানীগঞ্জ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এই এলাকাগুলিতে যেমন ধস নেমে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে , তেমনভাবেই রয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় ধসের কবলে পড়ে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে। তবে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের এখনো পুনর্বাসনের ব্যবস্থা হয়নি।

আর এইসব নিয়ে যখন জেলায় আলোচনা তুঙ্গে, তখন আবার নতুন করে ধস দেখা দিয়েছে অন্ডালের ধান্ডারডিহি এলাকায়। এই গ্রাম থেকে একশো মিটার দূরে নেমেছে বিশাল ধস। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় বেশ কিছুদিন আগে কয়লা উত্তোলনের কাজ চলছিল। পরে সেই জায়গা ভরাট করে দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অবৈধ খননের জেরে মাটি আলগা হয়ে বারবার ধ্বস নামছে। তাই এই অবৈধ খননের বিরুদ্ধে প্রশাসনকে নজর দেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি গ্রাম সুরক্ষিত করা, নয়তো পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তারা।

Nayan Ghosh

Published by:Sayani Rana
First published:

Tags: West burdwan, West Burdwan News