হোম /খবর /পশ্চিম বর্ধমান /
হোটেলে খেতে গিয়ে দল বেঁধে বাইক চুরির পরিকল্পনা! হাতেনাতে ধরা পড়তেই কী হল

West Bardhaman News: হোটেলে খেতে গিয়ে দল বেঁধে বাইক চুরির পরিকল্পনা! হাতেনাতে ধরা পড়তেই কী হল

X
bike [object Object]

West Bardhaman News চুরি করার পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। পরিকল্পনা মাফিক মাস্টার কি দিয়ে খুলে ফেলা হয়েছিল বাইকের চাবি। কিন্তু মালিকের কর্মচারি দেখতে পান ঘটনাটি। ছুটে আসেন বাইক মালিকও।

  • Share this:

আসানসোল: পরিকল্পনা হয়েছিল জোরদার। কাজ হচ্ছিল পরিকল্পনামাফিকই। তবে শেষমেষ সব ভেস্তে গেল। হাতেনাতে ধরা পড়ল তিন বাইক চোর। বাইক চুরি করতে গিয়ে মালিকের নজরে পড়ে আপাতত শ্রীঘরে তিনজন। আর চুরি করার পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। পরিকল্পনামাফিক মাস্টার কি দিয়ে খুলে ফেলা হয়েছিল বাইকের চাবি। কিন্তু মালিকের কর্মচারি দেখতে পান ঘটনাটি। ছুটে আসেন বাইক মালিকও। তারপর ক্ষুব্ধ মালিকের কাছে দু-এক থাপ্পড় খেয়ে আপাতত পুলিশের হেফাজতে তিন অভিযুক্ত। আর এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সালানপুরের কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া এলাকায়।

জানা গিয়েছে, দেন্দুয়া মোড় সংলগ্ন একটি হোটেলের সামনেই দাঁড়িয়ে থাকা হোটেল মালিকের স্কুটি চুরি করতে গিয়ে ধরা পড়েছে তিনজন। হোটেলের কর্মীদের কাছে হাতেনাতে ধরা পড়েছে তারা। ধৃত তিনজন চোরকে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছেন হোটেল তথা স্কুটির মালিক।

আরও পড়ুন, মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধ

আরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল

পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনেই বারাবনি ব্লকের পানুডিয়া পঞ্চায়েতের অন্তর্গত বড়ডাঙ্গা এলাকার বাসিন্দা। ধৃতদের নাম সুকেন মারান্ডি (১৮), রাধে মারান্ডি (২৫) ও সাহেব মারান্ডি(২১)। পুলিশ ধৃতদের কাছে থেকে একটি সুজুকি মোটর সাইকেল-সহ কয়েকটি গাড়ির চাবি এবং একটি মাস্টার চাবি উদ্ধার করেছে।

 

জানা গিয়েছে, তিনজন ধৃত যুবক খাবার খাওয়ার জন্য ওই হোটেলে যায়। খাবার খেয়ে ফাঁকা সময় দেখে একজন গিয়ে মাস্টার চাবি দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটি চালু করে। ঠিক সেই মুহূর্তে হোটেলের এক কর্মী তাকে ধরে ফেলেন। সেই ছবি ধরা পড়ে যায় হোটেলে থাকা সিসিটিভি ক্যামেরায়। হোটেলের মালিক সুমিত কুমার সূত্রধর বলেন, "ওই তিন জন যুবক খাবার খেতে এসে, ফাঁকা সময় দেখে স্কুটি খুলে চম্পট দেবার চেষ্টা করছিল। আমরা প্রথমে বুঝতে পারিনি।  হোটেলের কর্মচারীদের না নজরে না পড়লে তারা গাড়ি নিয়ে চম্পট দিত।"

নয়ন ঘোষ

Published by:Sanchari Kar
First published:

Tags: West Bardhaman, West bardhaman news