#কলকাতা: আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার বৃহস্পতিবারের তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে আরও এক ডিগ্রি নামল তাপমাত্রার পারদ।
গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রার সূচক ৷ ফের তাপমাত্রা কমতে শুরু করায় আশা জেগেছে শীতপ্রিয় রাজ্যবাসীর মনে ৷ আবহাওয়বিদদের মতে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হাজির হবে জাঁকিয়ে ঠাণ্ডা ৷
এদিকে, আন্দামান সাগরে নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে প্রচুর মেঘের সঞ্চার হয়েছে। যার ফলে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। এতে আগামী দু'দিন শীত থমকে যাওয়ার আশঙ্কা। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান সিকিমের ওপর হওয়ায় আজও দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকবে।