#অ্যাডিলেড : বৃহস্পতিবার থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট তার আগে দু‘পক্ষই নিজেদের অস্ত্রে শান দিয়ে নিচ্ছে ৷ বিরাট কোহলি নিয়মিতই শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন টেস্ট সিরিজ শুরুর আগেও ৷
প্রথম টেস্ট যখন বিরাট খেলতে নামবেন একটি নজির গড়া থেকে মাত্র আট রান দূরে থাকবেন তিনি ৷ এই অবস্থায় ফের শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন বিরাট কারণ অবশ্য ক্রিকেটের বাইরের ৷
এবার সুগন্ধিতেও বিরাট। অস্ট্রেলিয়া সফরের মাঝেই ভিডিও বার্তায় ঘোষণা। নতুন পারফিউমের নাম এইটিন। ফরাসি বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তৈরি। ক্রিকেট ছাড়বেন যখন তখন যেন নিজের ব্যবসায়িক সাম্রাজ্য যথেষ্ট প্রতিষ্ঠিত হয় সেটাই লক্ষ্য তাঁর ৷
এর আগে আন্তর্জাতিক স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারক সংস্থার পিউমার সঙ্গে গাঁটছড়া বেঁধে লঞ্চ করেছিলেন নতুন রেঞ্জ one 8 ৷ এবার সুগন্ধীর ক্ষেত্রেও আনলেন সেই one 8 ব্র্যান্ডকেই ৷
বিরাট কোহলি নিজের ভিডিও বার্তায় জানিয়েছেন ইতিমধ্যেই অনলাইনে পাওয়া যাচ্ছে এই ব্র্যান্ড ৷ দোকানে আসতে অবশ্য আরও কয়েকদিন লাগবে ৷