Football World Cup 2018

দক্ষিণ আফ্রিকা সফর শেষ, বউয়ের কাছে ফিরলেন বিরাট কোহলি !

Akash Misra | News18 Bangla
Updated:Mar 11, 2018 06:13 PM IST
দক্ষিণ আফ্রিকা সফর শেষ, বউয়ের কাছে ফিরলেন বিরাট কোহলি !
Photo: Virat Kohli Twitter
Akash Misra | News18 Bangla
Updated:Mar 11, 2018 06:13 PM IST

#মুম্বই: বিয়ে করেই বিরাটকে ঝটপট দৌঁড়াতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার সফরে ৷ আর এদিকে বউ অনুষ্কা শর্মাও দেশে ফিরে শুরু করে দিয়েছিলেন নিজের সিনেমার শ্যুটিং ৷ একটু-আধটু ট্যুইট, ইনস্টাগ্রামেই দেখা গিয়েছিল দু’জনের প্রেম ৷ একদিকে বিরাটের খেলা দেখে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন অনুষ্কা, তো অন্যদিকে অনুষ্কার সিনেমার ট্রেলার দেখে খুশির মেজাজে বিরাট ৷ তবে এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নয়, বরং মুম্বইয়ে ফিরলেন বিরাট কোহলি ৷ সোজা এলেন নিজের নতুন সংসারে ৷ আর পুরো সময়টাই দিচ্ছেন অুনষ্কাকে ৷

বিসিসিআই বেশ কিছুদিনের ছুটি মঞ্চুর করেছে বিরাটের ৷ এমনিতে বিরাট খেলার প্রতি এতটাই মনোযোগী যে খেলাকেই গুরুত্ব দেন সবচেয়ে বেশি ৷ তবে তিনি আরে এখন একা নন, ঘরে রয়েছে সুন্দরী বউ ৷ তাই ছুটি পেয়েই সোজা বউয়ের কাছে ৷ আর সেই ছবি ট্যুইটাকে পোস্টও করেছেন বিরাট ৷

ট্যুইটে বিরাট লিখলেন, ‘বিশ্রাম, আর এই ভাবেই...’

First published: 06:12:13 PM Mar 11, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर