#মুম্বই: ব্যান্ড-বাজা-বরাত। এ সব কিছুই থাকছে না হাই-প্রোফাইল বিয়েতে। কনকনে শীতে ইতালির টাসকানিতে গাঁটছড়া বাধতে চলেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
বিয়ের অনুষ্ঠান হবে ছিমছামভাবে ঘনিষ্ঠজনের মধ্যে। শীতের টাসকানি এমনিতেই শুনশান। কনকনে শীতের জন্য হোটেল, রেস্তোরাঁ প্রায় সবই বন্ধ থাকে। তাই মধ্য ইতালির এই জায়গাকে বেছে নিয়েছেন বিরুষ্কা। সেলিব্রিটি সেফ রিতু ডালমিয়ার তত্ত্বাবধানে বিয়ের ভোজের আয়োজন হচ্ছে।