#মুম্বই: সম্প্রতি শাহরুখ কন্যা সুহানার বিকিনি পরা ছবি নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল নেটওয়ার্ক ৷ এমনকী, নেটিজেনদের অসংখ্য কু-কথাও শুনতে হয়েছিল শাহরুখের মেয়ে সুহানাকে ৷ সে পর্ব শেষ হতে না হতেই এবার একই সমস্যার মুখে পড়লেন শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর !
শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীকে নিয়েই এতদিন গোটা বলিউডে চলছিল নানা গুঞ্জন ৷ ছোটো মেয়ে খুশি-র কথা খুব একটা শোনা যেত না বলিউড গুঞ্জনে ৷ তবে এবার ইনস্টাগ্রামে বিকিনি পরা এক ছবি আপলোড করেই রীতিমতো লাইমলাইটে চলে এলেন খুশি ৷
বছর ১৬-এর খুশি ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছেন এই এক ছবিতেই ৷ তবে এই ছবি আপলোড করা নিয়ে কোনওরকম মন্তব্য করেননি শ্রীদেবী !