#কলকাতা: নিম্নচাপের বৃষ্টিতে ধস নেমেছে দক্ষিণ চব্বিশ পরগনার সবজি চাষে। কলকাতা ও শহরতলিতে রফতানি হওয়ার আগে মাঠেই পচছে সবজি। আগুন বাজারে সংকটে ব্যবসায়ী ও ক্রেতারা। কালীপুজোর আগে পুজো উদ্যোক্তাদেরও মাথায় হাত।
রাজ্যের যা সবজি উৎপাদন হয় তার একটা বড় অংশই উৎপাদিত হয় দক্ষিণ চব্বিশ পরগনায়। এরপর রফতানি হয় কলকাতা শহর ও বিভিন্ন শহরতলিতে। জোড়া নিম্নচাপের বৃষ্টির ধাক্কায় দফারফা হয়েছে সবজি চাষের। এই জেলার সবজি উৎপাদন ও ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের হাত পড়েছে মাথায় ।
জলে গেল সবজি
--------------------
- অকাল বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষতি
- জলে ডুবেছে বিভিন্ন খেত, পচে যাচ্ছে সবজি
চাষে ক্ষতি হওয়ায় বাড়ছে সবজির দামও।
আগুন সবজি বাজার
-------------------
ক্যাপসিকাম- ৩০০ টাকা েকজি
বেগুন- ৮০ টাকা কেজি
শিম- ১২০ টাকা কেজি
টোম্যাটো- ১৪০ টাকা কেজি
জোড়া ফুলকপি- ৬০ টাকা
জোড়া বাঁধাকপি- ৮০ টাকা
কালীপুজোর ভোগের সবজি নিয়ে মাথায় হাত উদ্যোক্তাদেরও। নতুন চারা থেকে সবজি হতে যতদিন সময় লাগবে ততদিন বাজার চড়া থাকবে। ফলে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে ব্যবসায়ীদের। সবজির দাম নাগালের বাইরে চলে যাওয়ায় সমস্যায় পড়ছেন ক্রেতারাও।