হোম /খবর /উত্তর দিনাজপুর /
চিংড়ির টিকা! সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন, নতুন গবেষণায় তাক লাগিয়ে দিলেন বঙ্গসন্তান

North Dinajpur News: চিংড়ির টিকা! সংক্রমণ ঠেকাতে নয়া ভ্যাকসিন, নতুন গবেষণায় তাক লাগিয়ে দিলেন বঙ্গসন্তান

X
title=

বিজ্ঞানী অরুণ কুমার ধর ইতিমধ্যে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উত্তরবঙ্গ কৃষিবিদ্যালয় থেকে ডিএসসি উপাধিতে ভূষিত হয়েছেন।  তিনি কাজ করছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্য্যারিজোনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রায়গঞ্জ: মানুষ, গরুর টিকা হয়৷ এ তো আমরা জানি৷ তা বলবে চিংড়িরও টিকা! অবিশ্বাস্য হলেও, বর্তমানে এই বিষয় নিয়েই নিজের সাধনা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানী অরুণ কুমার ধর।

রায়গঞ্জের নেতাজি পল্লির বাসিন্দা অরুণবাবু বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার অধ্যাপক। তিনি জানান, চিংড়ির ভাইরাল সংক্রমণ নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন৷ শুধু তাই নয়, সেই সংক্রমণ ঠেকাতে একটি টিকা আবিষ্কার করতে চান তিনি। তিনি জানান, চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণি হওয়ায় তাঁর জন্য টিকা প্রস্তুত করা যথেষ্ট কঠিন একটা কাজ।

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা থেকেই উল্কাগতির উত্থান! গরু পাচার কাণ্ডেও কি এবার জিজ্ঞাসাবাদ জীবনকৃষ্ণ সাহাকে?

উল্লেখ্য, বিজ্ঞানী অরুণ কুমার ধর ইতিমধ্যে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উত্তরবঙ্গ কৃষিবিদ্যালয় থেকে ডিএসসি উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি কাজ করছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্য্যারিজোনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে। তাঁর গবেষণার বিষয় প্যাথোজেন আবিষ্কার এবং মাছের ভাইরাল ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে রোগ নির্ণয় সরঞ্জাম ও ভ্যাকসিন আবিষ্কার করা।

সম্প্রতি, তিনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসেছেন তাঁর নিজের বাড়িতে। রায়গঞ্জের নেতাজি পল্লির বাসিন্দা অরুণ কুমার ধর। মোহনবাটি হাইস্কুল থেকে পড়াশোনা৷ সুদর্শন পুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্রাক্তনীও। শৈশবে মাত্র ৬ বছর বয়সে পিতৃহারা হন অরুণ বাবু। এরপর থেকেই শুরু হয় তাঁর জীবন যুদ্ধের লড়াই।

আরও পড়ুন: জেরার সময় নাকি কেঁদেই ভাসালেন জীবনকৃষ্ণ সাহা! ২১ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে বড়ঞাঁর বিধায়ক

ছোটবেলা থেকেই মায়ের প্রেরণা, ভালবাসা, স্নেহ-মমতা এবং আদর্শগত দিকনির্দেশনা বদলে দেয় তাঁর জীবন। অরুণ বাবু জানান তাঁর গবেষক হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব তাঁর প্রয়াত মা লক্ষ্মীরানি ধরের। মায়ের আশীর্বাদে বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেও আজ তিনি বিজ্ঞানী।

পিয়া গুপ্তা

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Prawn