গোয়ালপোখর: দাদাকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছোটভাইয়ের বিরুদ্ধে। জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে বচসা জেরেই খুন বলে জানা গিয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের দরগাঁ বস্তি এলাকায়।
মৃত ওই ব্যক্তির নাম দরবেজ আলম বয়স আনুমানিক (৫৫)। জানা গিয়েছে দরবেজ আলম ও তার ভাই রফিক আলমের জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। রবিবার সকালে দুই ভাইয়ের বিবাদ মেটানোর জন্য সালিশি সভা বসান। সালিশি সভায় মিটমাটের পর রাতে আবার দুই ভাইয়ের মধ্যে একটি টিউবওয়েল সরানো নিয়ে বিবাদ শুরু হয়। বিবাদ চলাকালীন রফিক আলম তার দাদা দেরবেজ আলমকে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন: রাজ আমলের প্রাচীন মন্দিরের এ কী বেহাল দশা, দেখলে চমকে যাবেন
গুরুতর জখম অবস্থায় দেরবেজ আলমকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় পুলিশ অভিযুক্ত রফিক আলম কে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গোয়ালপোখর থানার পুলিশ।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal