রায়গঞ্জ: ফিল্মি কায়দায় দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহরজুড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এনএস রোডে অবস্থিত একটি সোনার দোকানে। অভিযোগ, প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রচুর গয়না ছিনতাই করে পালায় দুস্কৃতীরা। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
দোকানের কর্মী জিবেশ ভৌমিক জানিয়েছেন, 'প্রথমে দু'জন এসে আগ্নেয়াস্ত্র বের করে আমাদের সবাইকে এক জায়গায় আসতে বলে। আমাদের মোবাইল কেড়ে নেয়। সহযোগিতা করতে বলে। হুমকি দেয়, সহযোগিতা না করলে প্রাণে মারা হবে। আমরা ভয় পেয়ে যাই। এরপর তারা সর্বস্ব লুঠ করে চম্পট দেয়।'' মোট পাঁচ জন এসেছিল বলে জানান তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Dinajpur News