কালিয়াগঞ্জ: শ্রমিক ছাড়াই সুদূর কোরিয়ার মেশিনের মাধ্যমে এবার জমির ধান কাটা হবে কালিয়াগঞ্জ এর ভেলাই গ্রামে! গ্রামে প্রথম এল আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন। মেশিনের মাধ্যমে কম খরচে এবার ধান কাটা যাবে অধিক পরিমাণে জমি থেকে। ফলে ধান কাটার জন্য আর খুঁজতে হবে না কোন শ্রমিক। কম খরচও কম সময়ে বেশি জমির ধান কাটা যাবে এই মেশিনে। শুধু ধান কাটাই নয় একসাথে মাড়াই, ঝাড়াই ও সংগ্রহ করা যাবে। মাঠের ধান পাকলে কাটার জন্য দুশ্চিন্তায় থাকতে হত কৃষকদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গ্রামে শ্রমিক খুঁজতে হত।
শ্রমিক পাওয়া গেলেও মজুরি ও খরচ বেশি হওয়ায় পাকা ধান নিয়ে বিপাকে পড়তে হতো কৃষকদের । এই সমস্যা থেকে রেহাই পেতে সুদূর উত্তর কোরিয়ার মেশিন এই প্রথম গ্রামে নিয়ে এলেন উত্তর দেবশর্মা । উত্তর দেবশর্মা জানান এই মেশিনের সাহায্যে ঘণ্টায় দু বিঘা জমিতে ধান কাটা যাবে অনায়াসে । শুধু তাই নয় ধান কাটার সঙ্গে সঙ্গে সেই ধান ছাড়াই বাছাই হয়ে যাবে মেশিনের সাহায্যে তৎক্ষণাৎ।
আরও পড়ুন:
তিনি আরও জানান এই আধুনিক মেশিন তিনি প্রথম নিয়ে এসেছেন এই গ্রামে। এই মেশিনটি তৈরি হয় উত্তর কোরিয়াতে । তিনি অর্ডার দিয়ে এটি গুজরাট থেকে নিয়ে এসেছেন। কৃষক উত্তর দেবশর্মা জানান আগে ধান কাটতে শ্রমিকের জন্য প্রতিদিনই গুনতে হতো ৭০০ থেকে ৮০০ টাকা। কিন্তু বর্তমানে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের কারণে সহজে কাজ হচ্ছে এবং খরচ ও কমে যাচ্ছে। জানা যায় আগে ধানের সব কাজ শেষ করতে একর প্রতি ১১ থেকে ১২ হাজার টাকা খরচ হতো। মেশিন আসার কারণে এখন একর প্রতি চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। ভেলাই গ্রামে প্রথম এই মেশিন আসাতে খুশি বাকি কৃষক রাও। আগামী দিনে এই মেশিন কিনতে আগ্রহী জানান অনেক কৃষকই।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farmer, Paddy, Uttar dinajpur News